ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াটসএ্যাপে চীনের আপত্তি

প্রকাশিত: ০৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

হোয়াটসএ্যাপে চীনের আপত্তি

সিএনএনের প্রতিবেদনে বলা হয় ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে হোয়াটসএ্যাপ বন্ধ করতে শুরু করেছে চীনা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। সোমবার রাতে এ তথ্য জানিয়েছে বৈশ্বিক পর্যবেক্ষক নেটওয়ার্ক ওপেন অবজার্ভেটরি অফ নেটওয়ার্ক ইন্টারফিয়ারেন্স। মাইক্রোব্লগিং সাইট টুইটারে কিছু গ্রাহক জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকেই তারা হোয়াটসএ্যাপ ব্যবহার করতে পারছেন না। আগের কয়েক মাসে চীনে বেশ কয়েকবার এ্যাপটির সেবায় বিভ্রাট দেখা গেছে। চীনের এমন পদক্ষেপ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি হোয়াটসএ্যাপ। অনেক আগেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং গুগল-সহ বেশকিছু ইন্টারনেট সেবা বন্ধ করেছে চীন। এবার সে তালিকায় যোগ হচ্ছে হোয়াটসএ্যাপ। বন্ধ করা হলেও দেশটিতে কিছু মানুষ ভিপিএন ব্যবহার করে এই সেবাগুলো ব্যবহার করে আসছিলেন। কিন্তু ভিপিএন বন্ধ করতে এ বছরই উদ্যোগ নিয়েছে চীনা সরকার। র‌্যান্ড কর্পোরেশনের জ্যেষ্ঠ আন্তর্জাতিক সুরক্ষা গবেষণা বিশ্লেষক টিমথি হিথ বলেন, হোয়াটসএ্যাপের দৃঢ় এনক্রিপশন পছন্দ করেনি চীনা সরকার। সিএনএন-কে হিথ বলেন, ‘সরকার ইন্টারনেট যোগাযোগ পর্যবেক্ষণ করতে চায় এবং এ জন্যই তারা তাদের নাগরিকদের এমন প্রযুক্তি ব্যবহার করাতে চায়, যা তারা এ্যাকসেস ও পর্যবেক্ষণ করতে পারবেন।’
×