ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইমরানের সুর সঙ্গীতে গাইলেন পূর্ণিমা

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ইমরানের সুর সঙ্গীতে গাইলেন পূর্ণিমা

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক অনেক আগেই। উপস্থাপনার মধ্য দিয়েও তিনি দর্শককে মুগ্ধ করেছেন সম্প্রতি। মডেল হিসেবেও তিনি দর্শকের কাছে জনপ্রিয়। অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকা এই তিন পরিচয়ের বাইরে নতুন আরও একটি পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন তিনি। এবার পূর্ণিমাকে দর্শক গাইতে দেখবেন। ২০১৫ সালে এই সময়ের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া এবং সম্প্রতি সবচেয়ে আলোচিত গান ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি নতুন করে গেয়েছেন ইমরান। আর এই গানেই ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূর্ণিমা। ২৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নিউ বেইলি রোডে ইমরানের নিজস্ব স্টুডিওতে পূর্ণিমা এই গানে কণ্ঠ দেন। ইমরানের সুর সঙ্গীতে এই গানে কণ্ঠ দেয়ার সময় নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হন পূর্ণিমা। ভয়েস দেয়ার সময় ইমরান তাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। যে কারণে রেকর্ডিং শেষে উপস্থিত যারাই গানটি শুনেছেন মুগ্ধ হয়েছেন পূর্ণিমার গায়কীতে। ধারণাই করা যায়নি, পূর্ণিমা এতটা ভাল গান গাইতে পারেন। শফিক তুহিনের লেখা ইমরানের সুর সঙ্গীতে ইমরানেরই গাওয়া এই গানটি এরই মধ্যে ইউটিউবে প্রায় এক কোটি আশি লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। রেকর্ডিং শেষে পূর্ণিমার গায়কী প্রসঙ্গে ইমরান বলেন, তার গায়কীতে আমি সত্যিই আমি বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি। শুরু থেকেই যদি এই গানের কোন ফিমেল ভার্সন থাকত তবে এর চেয়ে ভাল আর হতো না। গানটি নিয়ে আমি নতুনভাবে খুব আশাবাদী। আশা করি, পূর্ণিমা আপুর কণ্ঠে আমার গানের নতুন এই আয়োজন সবাই বেশ উপভোগ করবেন। পূর্ণিমা বলেন, আমি বেশ কিছুটা অসুস্থ ছিলাম। কিন্তু তারপরও ভয়েস দেই। গানটি গাওয়ার সময় বিশ্বাসই হচ্ছিল না যে আমি এত ভালভাবে গাইতে পারছি। তবে এই গানে আমার কণ্ঠকে যথাযথভাবে শ্রোতা দর্শকের কাছে তুলে ধরার পুরো কৃতিত্ব ইমরানের। আমিও গানটি নিয়ে অনেক বেশি আশাবাদী। পূর্ণিমা এবং ইমরানের এই গানে তারা দুইজনই পারফর্ম করবেন আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘১২তম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই সেভেন আপ’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। পূর্ণিমা ও ইমরানের পারফরমেন্সের কোরিওগ্রাফি করবেন ঈগলসের কর্ণধার তানজিল। এদিকে ঈদের পর এখনও পূর্ণিমা অভিনয়ে ফেরেননি। সম্প্রতি ইমরানের গাওয়া যে তিনটি গান শ্রোতা দর্শককে মুগ্ধ করেছে সেগুলো হচ্ছে আবদার রহমানের লেখা ‘ধোঁয়া, স্নেহাশীষ চক্রবর্ত্তীর লেখা ‘ঠিক বেঠিক’ এবং জুলফিকার রাসেলের লেখা ‘আমার ইচ্ছে কোথায়’। তিনটি গানেরই সুর সঙ্গীত ইমরানের।
×