ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেএফএ কাপ ফুটবলের চূড়ান্তপর্ব নবেম্বরে

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭

জেএফএ কাপ ফুটবলের চূড়ান্তপর্ব নবেম্বরে

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২০-২৫ আগস্ট পর্যন্ত দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় জেএফএ কাপ ফুটবলের প্রথম রাউন্ডের খেলা। ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন ও সঙ্গে সেরা দুই রানার্সআপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বে উত্তীর্ণ হয়। অক্টোবরে চূড়ান্তপর্বের খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও মাঠ না পাওয়ার কারণে সেটা সম্ভব হচ্ছে না। মাঠ পেলে নবেম্বরে মাঠে গড়াবে জেএফএ কাপ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব। মাঠের জন্য ইতিমধ্যে আবেদন করে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আশা করা হচ্ছে নবেম্বরের প্রথম সপ্তাহে মাঠ পাওয়া যাবে। মাঠ পেলেই নবেম্বর থেকে মাঠে গড়াবে জেএফএ কাপের চূড়ান্তপর্ব। এমনটাই জানিয়েছেন বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মাঠ পাওয়া সাপেক্ষে ২ নভেম্বর থেকে চূড়ান্তপর্ব মাঠে গড়াবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে চূড়ান্তপর্বের ম্যাচগুলো। এই পর্বেও বাফুফের সঙ্গে পাওয়ার স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ৫ হাজার টাকা করে পাবে। এছাড়া পাওয়ার ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×