ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ালকটের জোড়ায় আর্সেনালের জয়

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ওয়ালকটের জোড়ায় আর্সেনালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ লম্বা সময় পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলতে পারছে না আর্সেনাল। ইংলিশ পরাশক্তিদের তাই খেলতে হচ্ছে দ্বিতীয় সারির উয়েফা ইউরোপা লীগে। সেখানে দারুণ ছন্দে এগিয়ে চলেছে গানার্সরা। ‘এইচ’ গ্রুপের ম্যাচে আর্সেন ওয়েঙ্গারের দল টানা দ্বিতীয় জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক বেলরুশের ক্লাব বাটে বরিসভকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব এফসি কোলনকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। টানা দুই জয়ে গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে গানার্সরা। বরিসভ এ্যারানায় শুরু থেকেই স্বাগতিকদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সফরকারী আর্সেনাল। বিশেষ করে থিও ওয়ালকট ছিলেন অপ্রতিরোধ্য। ৯ ও ২২ মিনিটে দুই গোল করে তিনি দলকে চালকের আসনে নিয়ে যান। ২৫ মিনিটে আর্সেনালের হয়ে তিন নম্বর গোল করেন রব হোল্ডিং। বরিসভের পক্ষে ২৮ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন মিকরো ইভানিচ। এরপর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে পেনাল্টি থেকে অলিভিয়ের জিরুড আর্সেনালের হয়ে চার নম্বর গোল করলে দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ৬৭ মিনিটে মিখাইল আরেকটি গোল করে বরিসভের পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছেন। এদিকে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড আজ ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে মাঠে নামছে। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের এ্যাওয়ে ম্যাচে সিএসকেএ মস্কো’র বিরুদ্ধে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন ম্যানইউর এ্যান্থোনিও মার্শিয়াল। ৪-১ গোলে জয় পাওয়া ওই ম্যাচে তিনি পেনাল্টি থেকে একটি গোল করেছেন এবং সতীর্থ রোমেলু লুকাকুকে দিয়ে দুটি গোল করিয়েছেন। ইনজুরিতে পড়ায় ফরাসী ওই ফরোয়ার্ড ম্যাচটি পুরো খেলতে পারেননি। ৭২ মিনিটে মার্কাস রাশফোর্ডকে বদলি বানিয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। তবে ক্লাব কর্তৃপক্ষ বলেছে ঝুঁকি এড়ানোর জন্যই ওই পরিবর্তনটি আনা হয়েছিল। ইউনাইটেডের কোচ জোশে মরিনহো বলেন, আমি পুরো ম্যাচের জন্যই তাকে মাঠে নামিয়েছিলাম। কিন্তু তিনি ৯০ মিনিট খেলতে পারেননি। প্যালেসের বিরুদ্ধে মার্শিয়াল মাঠে নামবেন বলে আশা করছেন ম্যানইউ বস।
×