ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়ি দুর্ঘটনায় আহত এ্যাগুয়েরো

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

গাড়ি দুর্ঘটনায় আহত এ্যাগুয়েরো

ধস্পোর্টস রিপোর্টার ॥ এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও এ্যাগুয়েরো। শুক্রবার হল্যান্ডের আমস্টার্ডামে এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এ্যাগুয়েরোর আঘাত কতটা গুরুতর ক্লাবের চিকিৎসকরা এখন তা নির্ণয় করবেন। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারের পাঁজরের হাড় ভেঙ্গে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদি সেটি সত্যি হয় তাহলে অন্তত দুই মাসের জন্য তাকে মাঠের বাইরে যেতে হবে। তবে আর্জেন্টিনার এই তারকার চোটের ধরন সম্পর্কে এখনও কিছু জানায়নি ম্যানসিটি। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের চিকিৎসকরা তার আঘাত পর্যালোচনা করবে। ছুটিরদিন কাটাতে হল্যান্ড সফরে গিয়েছিলেন এই সিটি স্ট্রাইকার। সেখানেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সকালে তিনি ম্যানচেস্টারে এসে পৌঁছান। চেলসির বিরুদ্ধে প্রিমিয়ার লীগের ম্যাচে অংশগ্রহণের আগেই তার প্রকৃত অবস্থা জানা যাবে। এ্যাগুয়েরো সত্যিকার অর্থেই মাঠের বাইরে গেলে ভুগতে হবে সিটি ও আর্জেন্টিনাকে। বিশেষ করে অক্টোবরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে লড়তে হবে বাঁচা-মরার লড়াইয়ে।
×