ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের স্পেশাল অনুভূতি

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ওয়ার্নারের স্পেশাল অনুভূতি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন হারে আগেই সিরিজ শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ ওয়ানডে জিতে (২১ রান) সফরকারী অস্ট্রেলিয়া কেবল ব্যবধান কামিয়েছে। তবু ম্যাচটা ডেভিড ওয়ার্নারের কাছে স্পেশাল। কারণ ক্যারিয়ারের শততম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি (১২৪) হাঁকিয়েছেন তুখোড় এ ওপেনার। তাও আবার ভারতের মাটিতে। ‘অনুভূতি চমৎকার। এই জয়ে আমাদের চেহারায় হাসি ফুটেছে। তবে কাজটি কঠিন ছিল। এটি আমার শততম ম্যাচ ছিল। এমন ম্যাচে সেঞ্চুরি করেছি। তাই এই ম্যাচটি অনেক বেশি স্পেশাল।’ ম্যাচসেরার পুরস্কার হাতে বলেন সুপার ওয়ার্নার। ওয়ানডে ইতিহাসের মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন অসি তারকা। ক্যারিয়ারের ১৪তম। ১৯৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার। এ্যারন ফিঞ্চ (৯৪) ও ওয়ার্নারের তা-বে ৩৩৪/৫ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ৩১৩/৮ রানে থামে ভারতের ইনিংস। রবিবার নাগপুরে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ওয়ানডে। সফরে প্রথম জয়ে সন্তুষ্ট অতিথি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘জয়টা খুবই চমৎকার। শুরুতেই ফিঞ্চ ও ওয়ার্নারের দুর্দান্ত পারফর্মেন্স। যখনই বাউন্ডারি প্রয়োজন ছিল, তখনই তা করতে পেরেছে তারা। ৩৩০ রানে দলকে পৌঁছে দেয়ার ভিত তারাই গড়ে দেয়। তবে মাঝে কয়েকটি দ্রুত উইকেট হারিয়েছি আমরা। কিন্তু হ্যান্ডসকম্ব (৪৩) শক্ত হাতে সেটি সামাল দিয়ে দলকে ৩৩৪ রানে নিয়ে গেছে। বোলিংয়ে আমাদের আরও ভাল করতে হবে। বিশেষভাবে নতুন বলে। তবে শেষদিকে দারুণ বোলিং করেছে বোলাররা। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শেষদিকে সেরাটা খেলতে দেয়নি আমাদের বোলাররা।’ অন্যদিকে ম্যাচ হারের জন্য বড় জুটি না হওয়াকেই দায়ী করেন কোহলি, ‘৩০ ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া খুবই ভাল খেলেছে। সাড়ে তিন শ’ রান করার সুযোগ তৈরি করে ফেলেছিল তারা। এরপর আমরা ভাল বল করেছি। অস্ট্রেলিয়াকে ৩৫০-এর নীচে আটকে রেখেছি। ম্যাচ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। আমাদের শুরুটাও দুর্দান্ত ছিল। বড় জুটি গড়া প্রয়োজন ছিল। যা আমরা করতে পারিনি। উমেশ ও সামি ভাল বল করেছে। তবে এ ম্যাচে স্পিনাররা ভাল করতে পারেনি। স্পিনারদের জন্য এটা ভাল দিন ছিল না।’ ওদিকে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো টানা ১০ ম্যাচ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু কোহলির দল সেটি পারেনি। উল্টো টানা তিন জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার পর চতুর্থ ম্যাচে হেরে ফের দুইয়ে নেমে গেছে ভারত। দু’দলের পয়েন্ট সমান ১৯৯, ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে আবার এক নম্বরে উঠে আসবে কোহলিবাহিনী।
×