ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের নিষিদ্ধ আকমল

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ফের নিষিদ্ধ আকমল

স্পোর্টস রিপোর্টার ॥ আচরণবিধি ভঙ্গের দায়ে ঘরোয়া ক্রিকেট থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন উমর আকমল। শুক্রবার তাকে এ নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকমলকে ১ মিলিয়ন রুপী জরিমানাও করেছে পিসিবি। পাশাপাশি আগামী দু’মাস বিদেশী লীগে খেলার জন্য কোন অনাপত্তিপত্র পাবেন না আকমল। ফলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেটের শেষ দু’সপ্তাহে খেলতে পারবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে লাহোরের অনুশীলন ক্যাম্পে কোচ মিকি আর্থার তাকে গালিগালাজ করেন- এমন অভিযোগ আনেন আকমল। গত মাসে এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সবকিছু প্রকাশ করেন এবং বিষয়টি তদন্তের দাবি জানান প্রায়শ অনাকাক্সিক্ষত কারণে আলোচনায় আসা আকমল। আকমলের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে পিসিবি। তিন সদস্যের বোর্ড পরিচালক হারুন রশীদ, মিডিয়া পরিচালক আমজাদ হুসেইন ও আইনী মহাব্যবস্থাপক সালমান নাসির কমিটিতে ছিলেন। গঠিত সেই কমিটি আকমলের অভিযোগের কোন সত্যতা পাননি। উল্টো আকমল যে আচরণবিধি ভঙ্গ করেছেন, সেটির প্রমাণ পান তিন সদস্যের কমিটি।
×