ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একটুও অবাক হননি আনচেলোত্তি!

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

একটুও অবাক হননি আনচেলোত্তি!

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বিশ্বের সেরা সেরা ক্লাবের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কোন ক্লাবেই খুব একটা থিতু হতে পারেননি। বেশিরভাগ ক্লাব থেকেই তাকে ব্যর্থতার দায়ে ছাঁটাই করা হয়েছে। সর্বশেষ জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ থেকে তাকে ছাঁটাই করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির কাছে বেয়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারের পরদিনই আনচেলোত্তিকে বিদায় করে দেয়া হয়েছে। এর আগে স্প্যনিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ থেকেও একই কারণে ছাঁটাই হয়েছিলেন তিনি। যে কারণে বরখাস্ত হওয়ার পর নাকি একটুও অবাক হননি ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেয়ার্ন জানায়, এফসি বেয়ার্ন মিউনিখ প্রধান কোচ কার্লো আনচেলোত্তির সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেছে। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ম্যাচে দল পিএসজির কাছে ৩-০ গোলে হারের পর এ বিষয়ে আলোচনা করে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তার পরিবর্তে আনচেলোত্তির সহকারী কোচের দায়িত্ব পালন করা ফ্রান্সের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় উইলি সাগনলকে ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে। ৪০ বছর বয়সী উইলি এর আগে নিজের মাতৃভূমিতে বর্দুর কোচের দায়িত্ব পালন করেছেন। আনচেলোত্তির পাশাপাশি তার ব্যাকরুম স্টাফদেরও ছাঁটাই করেছে বাভারিয়ানরা। এর মধ্যে আছেন তার পুত্র ডেভিডও। পিএসজির কাছে হারের পর আনচেলোত্তির বরখাস্তের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে জার্মানিসহ ইউরোপের বড় বড় সংবাদ মাধ্যমে। ক্লাব প্রেসিডেন্ট উলি হোয়েন্স এবং কার্ল-হেইঞ্জ রুমিনেগ গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আনচেলোত্তিকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন। ২০১৬-১৭ মৌসুমে বেয়ার্ন মিউনিখে পেপ গার্ডিওলার স্থলাভিষিক্ত হন আনচেলোত্তি। গত মৌসুমে তার অধীনে জার্মান লীগের শিরোপা জেতে জার্মান জায়ান্টরা। তবে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট থেকেই বিদায় নেয়। এছাড়া জার্মান কাপের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিতে হয়। কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা আনচেলোত্তি এর আগে ২০১৫ সালের ২৫ মে রিয়াল মাদ্রিদ থেকেও বরখাস্ত হন। এসি মিলান, পিএসজি এবং চেলসির সাবেক কোচ বেয়ার্ন থেকে বরখাস্ত হওয়ার পর নাকি নতুন চাকরি খুঁজছেন। আর ছাঁটাই হয়ে তিনি মোটেও চিন্তিত নন। আনচেলোত্তি এ প্রসঙ্গে বলেন, আমি খুব একটা অবাক হইনি। কারণ আমাদের পেশাটাই এমন। সফল হতে না পারলে যে কোন সময় চলে যেতে হতে পারে। এ জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়।
×