ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিস্টলের পানশালায় মারামারি ভিডিও প্রকাশের পর অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ এ তারকা অলরাউন্ডার, প্রকাশ্যে ক্ষমা চাইলেও এ্যাসেজের ইংল্যান্ড দলে অনিশ্চিত

স্টোকসকে ঘিরে নিন্দার ঝড়

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

স্টোকসকে ঘিরে নিন্দার ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমে অস্বীকার করেছিলেন বেন স্টোকস। কিন্তু ইংলিশ মিডিয়ায় মারামারির ভিডিও ফাঁস হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন তারকা অলরাউন্ডার। সমালোচনার ঝড় বইছে ইংল্যান্ড-জুড়ে। ফলে গুরুত্বপূর্ণ এ্যাশেজের টেস্ট দলে অনিশ্চিত হয়ে পড়েছেন স্টোকস। অনেকে ফর্মের তুঙ্গে থাকা সহ-অধিনায়ককে আরও একটা সুযোগ দেয়ার পক্ষে। কেউ কেউ আবার ‘দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়াল ভাল’ নীতিতে বিশ্বাসী। সাবেক অধিনায়ক মাইকেল ভন স্টোকসকে আয়নায় নিজের চেহার দেখতে বলেছেন। ভিডিও প্রকাশিত হওয়ার পর এক ইংলিশ বোর্ড (ইসিবি) ও সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন স্টোকস। তবে ইসিবি বিষয়টা পুলিশের চলমান তদন্তের ওপর ছেড়ে দিয়েছে, এতে কোন প্রভাব খাটাবে না তারা। সবমিলিয়ে বছরের শেষে এ্যাশেজের দলে তো বটেই, স্টোকসের ক্যারিয়ারই অনিশ্চিয়তার মুখে। সাময়িক নিষিদ্ধ হয়েছেন ওই সময় তার সঙ্গে থাকা এ্যালেক্স হেলসও। ঘটনা ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয়ের পর। মধ্য রাতে স্থানীয় পানশালার পাশে রাস্তায় একব্যক্তিকে মারধর করেন নিজেও আহত হন স্টোকস। প্রত্যক্ষ একজন জানিয়েছে, স্টোকস মিনিটে অন্তত ১৫টি ঘুষি মেরেছেন। স্টোকস ও হেলসকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের পর পরদিন সকালে ছেড়ে দেয়। প্রথমে ঘটনা অস্বীকার করলেও ভিডিও প্রকাশ হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন স্টোকস। ইসিবির পক্ষ থেকে জানিয়েছে, ‘আমরা ফুটেজটি দেখেছি, পুলিশ পুরো বিষয়টির তদন্ত করে দেখছে। তারা নিশ্চয় সাক্ষ্য প্রমাণ সব জোগাড় করবে। আমাদের তদন্ত পদ্ধতির ওপর পূর্ণ আস্থা রয়েছে।’ ইসিবি আরও জানিয়েছে, এ্যাভন ও সমারসেট পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। তার আগে স্টোকসের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে রিপোর্টের আগ পর্যন্ত নিষিদ্ধই থাকছে সে। ফলে স্টোকস এ্যাশেজে খেলতে পারবেন কি না সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটান বেন স্টোকস। ২০১২ সালে এক ঘটনায় গ্রেফতার হওয়ার পর পুলিশ তাকে সতর্ক করে দিয়েছিল। স্টোকসের বয়সও ঠিক ২৬ বছর। ২০১১ সালে ওয়ানডে ও টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব তুখোড় এ অলরাউন্ডারের। ঘরের মাটিতে ২০১৯ বিশ্বকাপ ও তার আগে গুরুত্বপূর্ণ এ্যাশেজ টেস্ট সিরিজে ইংলিশদের পরিকল্পনার বড় অংশ স্টোকস। কিন্তু ফের গভীর রাতে মদ্যপান করে এই নিন্দনীয় ঘটনা ঘটালেন। যা একজন আন্তর্জাতিক খ্যাতিসসম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে আশা করা যায় না। এমনই এক কারণে ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশ সফরে এসে তামিম ইকবালের সঙ্গে শুধু শুধুই বিবাদে জড়িয়েছিলেন। আলোচিত ঘটনার মধ্যে আছে, টেস্ট হারের পথে স্টোকসকে সাজঘরে ফেরত পাঠানোর সময় সাকিব স্যালুট ঠুকে দিয়েছিলেন। ভারত সফরেও তিরস্কৃত হন স্টোকস। সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘স্টোকসের ব্যাপারে তোমাকে দুশ্চিন্তা করতেই হবে। গত কয়েক মাসে সে যেটা শুরু করেছে, সেটা থামাতে পারছে না। তার নিজেকে আয়নার সামনে গিয়ে দেখা উচিত। সে হয়তো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনেক কথা শুনবে। তার স্ত্রী, এজেন্টারও অনেক কিছু বলবে। কিন্তু তার নিজেরও বোঝা উচিত, সে কি করছে, কিসের সঙ্গে জড়াচ্ছে। সে কেন এতো রাতে ম্যাচের আগেরদিন বাইরে গেল? আমি তার ভিডিওটি দেখার সময় বিশ্বাস করতে পারছিলাম না।’
×