ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক ধারা অব্যাহত রাখতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

অসাম্প্রদায়িক ধারা অব্যাহত রাখতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই বাঙালী। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুণ্ন রাখতে হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বর্ণনা দিতে গিয়ে বলেন, অতীতে অনেক সরকার এসেছে। তবে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সরকারের মতো উন্নয়ন কেউ করতে পারেনি। এ জন্য তাঁকে আরেকবার নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান শাহরিয়ার আলম। শুক্রবার রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। বিকেল থেকে বাঘার নারায়ণপুর, আড়ানী, দীঘা, বলিহার, আড়পাড়া, কলিগ্রাম ও জোত সায়েস্তাসহ ২০টি পূজাম-প পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় ও নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। তিনি পূজামন্ডপ প্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। ওই সময় প্রতিমন্ত্রীকে পেয়ে শঙ্খ, উলুধ্বনি ও ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজামন্ড-পগুলো। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (বিদায়ী) হামিদুল ইসলাম ও নবনিযুক্ত ইউএনও শিমুল রেজা, বাঘা থানা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, সহ সভাপতি আজিজুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
×