ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দরে আমদানির চালান আটক

প্রকাশিত: ০৫:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দরে আমদানির চালান আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিপুল অঙ্কের শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দরে আমদানির একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানির ক্ষেত্রে ঘোষণার ব্যত্যয় ঘটেছে বলে ধারণা করছে কাস্টমস। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এই চালানের পণ্য খালাস স্থগিত করা হয়েছে। কাস্টমস অডিট ইনভেস্টিগেশন এ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা সূত্রে জানা গেছে, চালানটি খালাসের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম চট্টগ্রামের আগ্রাবাদের সিএ্যান্ডএফ এজেন্ট এনএইচকে ইন্টারন্যাশনাল। আর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বড় ধরনের এ চালানটি আমদানির পর খালাসের জন্য ক্লিলিয়ারিং এজেন্টের পক্ষ থেকে সকল কাগজপত্র কাস্টমসে পেশ করা হয়। কিন্তু শুল্কায়নের পর একেবারে খালাস পর্যায়ে গিয়ে এ চালানের মাধ্যমে অন্তত ১০ কোটি টাকার রাজস্ব ফাঁকির আশঙ্কা দেখা দেয়। সন্দেহ হলে কাস্টমস এই চালানের খালাস আটকে দেয়। এতে ঘোষণায় রয়েছে ‘ডেভেলপার স্যুইট সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস।’ কিন্তু এটি মূলত ই-বিজনেস স্যুইট বলে ধারণা করা হচ্ছে। চালানটি ঘোষণার সঙ্গে মিল রেখে যথাযথভাবে আনা হয়েছে কিনা, তা আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
×