ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুবাইয়ে চালু হয়েছে ‘উড়ন্ত ট্যাক্সি সার্ভিস’

প্রকাশিত: ০৫:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

দুবাইয়ে চালু হয়েছে ‘উড়ন্ত ট্যাক্সি সার্ভিস’

দুবাই সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালকহীন স্বচালিত দু’জন যাত্রীবহন করতে সক্ষম ‘উড়ন্ত ট্যাক্সি সার্ভিস’ চালু করেছে। ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতের এক-চতুর্থাংশ ডিজিটালাইজড করার পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সরকার এ উদ্যোগ নিয়েছে। খবর দ্য ভার্জ, দ্য ড্রাইভ ও বিজনেস ইনসাইডারের। শহরটির দাবি, অটোনোমাস এয়ার ট্যাক্সি (এএটি) নামক যানবাহনটি বিশ্বের প্রথম ‘স্বচালিত উড়ন্ত ট্যাক্সি সার্ভিস’ হতে যাচ্ছে। বিদ্যুত দ্বারা পরিচালিত এএটি একটি পরিবেশবান্ধব যানবাহন। সর্বোচ্চ ৩০ মিনিট পর পর এর ফ্লাইট (উড্ডয়ন) সময় নির্ধারণ করা হয়েছে। মধ্যম গতিতে এটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে এবং সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে উড়ে যেতে পারবে। স্বচালিত ড্রোনটি পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময়, ২০০ মিটার উঁচু দিয়ে সফলভাবে উড়তে সক্ষম হয়েছে বলে জানা গেছে। দুই মিটার উঁচ ড্রোন-এএটি জার্মানির অটোপ্রস্তুতকারক প্রতিষ্ঠান ভলোকপ্টার তৈরি করেছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহম্মদ মঙ্গলবার ড্রোনটিতে চড়ে মাত্র পাঁচ মিনিটের জন্য ২০০ মিটার উঁচুতে উঠেন।
×