ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই স্ক্রিনের স্মার্টফোন

প্রকাশিত: ০৫:১০, ৩০ সেপ্টেম্বর ২০১৭

দুই স্ক্রিনের স্মার্টফোন

দুই (ডুয়াল) স্ক্রিনের এ্যাক্সন এম স্মার্টফোন তৈরি করছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। স্মার্টফোনটির ডুয়াল স্ক্রিনের আয়তন হবে ৬ দশমিক ৮ ইঞ্চি। স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ৩ হাজার ১২০ মিলিএ্যাম্পিয়ার ব্যাটারি এবং ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তবে স্মার্টফোনটির সব নজর কেড়েছে এতে থাকা ডুয়াল স্ক্রিন। ডুয়াল ডিসপ্লেতে ১ হাজার ৮০ পিক্সেল রেজ্যুলেশন থাকবে। দুটি স্ক্রিনে আলাদা আলাদা এ্যাপ চালানোও সম্ভব হবে। এ্যান্ড্রয়েড ওরিং অপারেটিং সিস্টেমে এ ধরনের মাল্টিটাস্কিং সম্ভব। তবে এ্যাক্সন এমই ডুয়াল স্ক্রিনের ফোন বের করার প্রথম প্রয়াস নয়। স্প্রিন্ট কিয়োসিরা ইকোর মাধ্যমে ২০১১ সালে এ ধরনের ফোন তৈরি করেছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে কনসেপ্টটি কাজ করেনি। শক্তিশালী হার্ডওয়্যার এবং আধুনিক সফটওয়্যারের কারণে জেডটিই এবার এই ফোন তৈরি করতে সক্ষম হতে পারে। এই ফোন উন্মোচিত হলে নিঃসন্দেহে বাজারে থাকা অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর উজ্জ্বলতা মলিন হয়ে যাবে। -দ্য ভার্জ
×