ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৃষ্টিনন্দন হচ্ছে সার্ক ফোয়ারা

প্রকাশিত: ০৪:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

দৃষ্টিনন্দন হচ্ছে সার্ক ফোয়ারা

স্টাফ রিপোর্টার ॥ দৃষ্টিনন্দন ও মনোরম সাজে সাজানো হচ্ছে রাজধানীর ব্যস্ততম কাওরানবাজার মোড়ের সার্ক ফোয়ারাটি। সে লক্ষ্যেই এগিয়ে চলছে ফোয়ারার সংস্কার কাজ। এটি একসময় পথচারীর দৃষ্টি আকর্ষণ করলেও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে এতদিন অযতেœ পড়েছিল। তবে এবার দৃষ্টিনন্দন সাজে সাজছে রাজধানীর এই ফোয়ারা। শিল্পী নিতুন কুণ্ডুর নক্সায় ১৯৮৫ সালে কাওরানবাজার মোড়ে সার্ক ফোয়ারা নির্মিত হয়। এটি সম্পূর্ণ স্টীলের তৈরি। তবে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গত ১২ জুন বেদিতে ধাক্কা দেয়। এতে এর একটি অংশ ভেঙ্গে যায়। এ কারণে এটির সংস্কার কাজের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সার্ক ফোয়ারায় চলমান সংস্কার কাজ বিষয়ে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জুন মাস থেকে ফোয়ারার সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। নতুন ডিজাইন হয়েছে। ওজোন ব্লু লিমিটেড নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান এই কাজগুলো করছে। এখন গ্রীন বেল্ট ও সার্কুলার ফ্লাওয়ার বেড তৈরির কাজ চলছে। এখানে এমনসব গাছ লাগানো হচ্ছে যাতে ১২ মাসই ফুল ফোটে। এছাড়া লাইটিংও করে দৃষ্টিনন্দনভাবে সাজানো হবে এটিকে। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে এটির সংস্কার কাজ চলছে। চারদিকে টিনের বেড়া দেয়া। ভেতরে কাজ করছেন বেশ কজন। কয়েক পথচারীর সঙ্গে আলাপ হলে তারা জানান, ফোয়ারাটি তারা অনেক দিন ধরেই এমন দেখছেন। এর আগে ফোয়ারার চারপাশে ময়লা পড়ে থাকত। এখন দেখার বিষয়, কাজ শেষের পর এটি কতটুকু সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়।
×