ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন প্রজাতির ইঁদুর!

প্রকাশিত: ০৪:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

নতুন প্রজাতির ইঁদুর!

প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে নতুন প্রজাতির একটি ইঁদুর দেখা গেছে। এটি সেখানকার ইঁদুরগুলো থেকে চারগুণ বড় ও সূঁচালো দাঁতের অধিকারী। প্রাণীটি প্রায় আধামিটার (১৯ ইঞ্চি) লম্বা, গাছে থাকে ও বাদাম খেয়ে বেঁচে থাকে। ইতোমধ্যে সলোমন দ্বীপে অন্য আরও আট প্রজাতির ইঁদুর পাওয়া গেছে। ইঁদুরটির নাম রাখা হয়েছে ইউরোমাইস ভিকা। -বিবিসি মোনালিসার নগ্ন স্কেচ... লিওনার্দো দ্য ভিঞ্চির (১৪৫২-১৫১৯) আঁকা মোনালিসার একটি নগ্ন স্বেচ ফ্রান্সে পাওয়া গেছে। মোনা ভানার স্কেচটি ১৮৬২ সালের। যিনি এঁকেছিলেন তিনি একজন ডানহাতী। স্কেচটি প্যারিসের উত্তরাঞ্চলের প্যালেস অব চ্যানটিলির কোনডি মিউজিয়ামের। বাঁহাতি চিত্রশিল্পী ছিলেন ভিঞ্চি। ইতালিয়ান রেনেসাঁর যুগে মোনালিসার ছবিটি আঁকেন। প্রথমে কাঠের ওপর খোদাই করেন তিনি। পরে চিত্রকর্মটির তেলচিত্র আঁকা হয়। ইতালির ফ্লোরেন্স শহরের কাপড়ের ব্যবসায়ী ফ্রান্সিসকো ডেল জিওকোনডোর স্ত্রী লিসা গিরারদিনির ছবি হচ্ছে বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি। -বিবিসি
×