ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস

প্রকাশিত: ০৪:১৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস

হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র সহযোগীদের সরকারী কাজের জন্য ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের এক অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সংবাদ সাময়িকী পলিটিকো বৃহস্পতিবার এ কথা বলেছে। খবর এএফপির। পত্রিকাটি তদন্তের সঙ্গে সম্পৃক্ত চার ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রশাসন ও সহযোগীদের বাইরে পাঠানো ও বাইরে থেকে আসা ব্যক্তিগত ই-মেইলগুলোর জন্য হোয়াইট হাউস সার্ভারে অনুসন্ধান চালাচ্ছে। পলিটিকো জানায়, হোয়াইট হাউসের অন্তত পাঁচজন বর্তমান ও সাবেক কর্মকর্তা সরকারী কাজ পরিচালনায় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। এরা হলেনÑ ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার, কন্যা ইভাস্কা, অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহন, সাবেক কৌশলগত উপদেষ্টা স্টিভ ব্যানোন ও সাবেক চীফ অব স্টাফ রিনস প্রিবাস। পত্রিকাটি বলেছে, কুশনারের ব্যক্তিগত ই-মেইলের ওপর রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তদন্ত এ সপ্তাহে শুরু হয়েছে। এ অভ্যন্তরীণ তদন্তে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ বা কয়েক মাস। পত্রিকাটি সূত্রগুলোর একটির উদ্ধৃতি দিয়ে বলে, কংগ্রেসের দুটি প্যানেল ও বিশেষ পরামর্শক রবার্ট মূলারের চালানো রুশ তদন্ত সম্পৃক্ত কোন বার্তা পাঠানো হয়েছে কি-না তা দেখার জন্য এ্যাকাউন্টগুলোর পর্যালোচনা করছে ট্রাম্পের হোয়াইট হাউসের আইনবিষয়ক স্টাফ। নির্বাচনের সময় একজন প্রার্থী হিসেবে ট্রাম্প ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের ব্যাপারে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেছেন নিয়মিত।
×