ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রকে জঙ্গী নেতাদের তালিকা দেবে পাকিস্তান

প্রকাশিত: ০৪:১৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রকে জঙ্গী নেতাদের তালিকা দেবে পাকিস্তান

যুক্তরাষ্ট্র আগামী মাসে পাকিস্তানে যে প্রতিনিধি দল পাঠাবে তাদের কাছে পাক সরকার সে দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব গ্রুপের শীর্ষ নেতাদের তালিকা হস্তান্তর করবে। এক্সপ্রেস ট্রিবিউন। এছাড়াও পাকিস্তান সফরকারী মার্কিন প্রতিনিধি দলকে এই এলাকার সন্ত্রাসী দলের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ এ্যান্ড এ্যানালাইটিক্যাল উইং)-এর যোগসূত্র এবং এর সমর্থনে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দেয়া হবে। পাকিস্তানের মাটি থেকে সে দেশের সেনাবাহিনী সন্ত্রাসবাদকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে এবং বর্তমানে পাকিস্তানে সন্ত্রাসীদের কোন নিরাপদ আস্তানা নেই- এসব তথ্য সফরকারী প্রতিনিধি দলকে অবহিত করা হবে বলে জানা গেছে। পাকিস্তান সূত্রে আরও বলা হয়েছে, দেশটি তাদের গৃহীত জাতীয় নিরাপত্তা নীতি অনুসারে সর্বশেষ সন্ত্রাসী উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে। সে দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারা পাকিস্তানে আগত মার্কিন প্রতিনিধি দলকে এই বার্তা পৌঁছে দিতে চান যে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ না তুলে বরং যে কোন ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ ও তথ্যপ্রমাণ নিয়ে মতবিনিময় করলে উভয়পক্ষ আরও বেশি উপকৃত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানী কর্তৃপক্ষের আসন্ন বৈঠকে পাকিস্তান ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে এর সন্ত্রাসীদের যোগাযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সমন্বিত ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের কর্মকা- থেকে ভারতের মোদি সরকারকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক চাপ প্রয়োগের অনুরোধ জানাবে। পাকিস্তানী তথ্যসূত্র থেকে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের পাশাপাশি সময় সুযোগমতো বিশ্ব নেতৃবৃন্দকে অবহিত করেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান এতদিন পর্যন্ত কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এজন্য দেশটিকে কত বেশি মূল্য দিতে হয়েছে।
×