ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগদাদীর নতুন অডিও প্রকাশ আইএসের

প্রকাশিত: ০৪:১২, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বাগদাদীর নতুন অডিও প্রকাশ আইএসের

জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু বকর-আল বাগদাদীর নতুন একটি অডিও বার্তা প্রকাশ করেছে, যাতে তার মৃত্যুর খবর নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত এই অডিও বার্তায় এমন কিছু বিষয় এসেছে, যেগুলো গত মে মাসে বাগদাদী নিহত হয়েছেন বলে রাশিয়া ও ইরানের দাবি সঠিক না হওয়ার প্রমাণ দিচ্ছে। ৪৬ মিনিটের ওই অডিওতে বাগদাদী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার প্রভাবের মুখে নেতিয়ে পড়ার অভিযোগ করেছেন। খবর বিবিসির। অডিওতে ইরাকের মসুলে প্রায় বছরব্যাপী যুদ্ধ এবং সিরিয়ার হামায় যুদ্ধের প্রসঙ্গ টেনেছেন বাগদাদী। যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি এবং সিরীয় সরকার ও বিরোধীদের মধ্যে আস্তানা শান্তি প্রক্রিয়ার নিয়ন্ত্রণ রাশিয়া নিয়ে নিচ্ছে বলে পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। বছরজুড়ে এগুলো সংবাদ শিরোনাম হলেও উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনার পারদ এই মাত্রায় চড়েছে সাম্প্রতিক সময়েই। ২০১৪ সালের ২৯ জুন সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা এবং ইরাকের মধ্যাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন বাগদাদী, যার খলিফা তিনি নিজে। সিরিয়ার রাকা শহরকে ঘোষণা করা হয় সেই খিলাফতের রাজধানী। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক এ্যান্ড দ্য লেভান্ত বা আইএসআইএল, যা সংক্ষেপে আইএস নামে পরিচিতি পায়। সিরিয়া ও ইরাকে এই জঙ্গী দলটির হাতে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মিশর, জর্ডান ও তুরস্কের বহু নাগরিককে জিম্মি করার পর তাদের শিরচ্ছেদ করে ইন্টারনেটে ভিডিও প্রকাশের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে এই সন্ত্রাসীরা। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরাকী নাগরিক বাগদাদীর প্রকৃত নাম ইব্রাহিম আল-সামারাই। তাকে ধরিয়ে দিতে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গত জুনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মে মাসের বিমান হামলায় বাগদাদী নিহত হয়েছেন বলে তাদের ধারণার কথা জানায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এ বিষয়ে কিছু না বললেও যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও আইএস প্রধানের মৃত্যুর ‘নিশ্চিত তথ্য’ পাওয়ার কথা জানিয়েছিল। পরে ইরানও একই দাবি করে। তবে বাগদাদী জীবিত আছে বলে গত জুলাইয়ে দাবি করেছিলেন ইরাকের একজন কুর্দী কর্মকর্তা। ইরাকের কুর্দী অঞ্চলের সন্ত্রাসবাদবিরোধী শীর্ষ কর্মকর্তা লাহুর তালাবানি সে সময় বলেছিলেন, ‘বাগদাদী অবশ্যই জীবিত। সে মারা যায়নি। সে যে জীবিত এই বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। আমরা ৯৯ শতাংশ নিশ্চিত।
×