ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি তুরস্কের

কুর্দীস্তানগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করল বাগদাদ

প্রকাশিত: ০৪:১১, ৩০ সেপ্টেম্বর ২০১৭

কুর্দীস্তানগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করল বাগদাদ

বাগদাদের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দীস্তানগামী ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। সোমবার স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজনের প্রতিক্রিয়ায় ইরাকসহ প্রতিবেশী একাধিক দেশ কুর্দীস্তানগামী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। বিবিসি ও ইয়াহু নিউজ। কুর্দী নিয়ন্ত্রিত এলাকার রাজধানী আরবিল ও সুলাইমানিয়াগামী সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়ে ইরাকের পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশ জারি করেছে। আঞ্চলিক বিমান পরিবহন সংস্থাগুলো বলেছে তারা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনার প্রতি সম্মান দেখাবে। সোমবারের গণভোটের রায় মানতে বাগদাদ আইনত বাধ্য নয়। এতে স্বাধীনতার পক্ষে সর্বোচ্চ ভোট পড়ে। এর আগে বিমানবন্দরের নিয়ন্ত্রণ তুলে দেয়ার জন্য বাগদাদের বেঁধে দেয়া শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত সময় কুর্দিস্তান অগ্রাহ্য করে। রবিবার ইরান থেকে কুর্দিস্তানগামী সব ফ্লাইট বাতিল করে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেভান খোসরাভি এ বিষয়ে তার দেশের অবস্থানের কথা জানান। তিনি বলেন, ইরাক সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান থেকে সুলাইমানিয়া ও আরবিল অভিমুখে এবং কুর্দীস্তান থেকে ইরানমুখী সবধরনের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কুর্দীস্তানের কিছু কর্মকর্তার দ্রুত সিদ্ধান্ত বাগদাদের সঙ্গে গঠনমূলক আলোচনা বাধাগ্রস্ত করবে এবং এর মাধ্যমে কুর্দী জনগণ, ইরাক এবং এ অঞ্চলের সব মানুষের নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফ্লাইট নিষেধাজ্ঞার ফলে বিভিন্ন দেশ থেকে কুর্দীস্তানে আসা বিমানগুলোকে বাগদাদ ও অন্য ইরাকী বিমানবন্দর ব্যবহার করতে হবে। গত সপ্তাহে বাগদাদ বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানিয়েছিল যেন তারা আরবিল ও সুলায়মানিয়া বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে। ইরানই কেবল বাগদাদের আহ্বানে তাৎক্ষণিক সাড়া দেয়। তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর চাপ উপেক্ষা করে ২৫ সেপ্টেম্বর কুর্দীস্তানে স্বাধীনতার ওপর গণভোট হয়। মোট ৫২ লাখ ভোটারের ৭২ শতাংশই ভোটাভুটিতে তাদের রায় দিয়েছে বলে নির্বাচন কর্তৃপক্ষ জানায়। একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা বহু বছর ধরে কুর্দী রাজনীতির প্রধান ইস্যু ছিল। তুরস্ক বৃহস্পতিবার কুর্দীস্তানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। আঙ্কারা আশঙ্কা করছে স্বাধীন কুর্দীস্তান তুরস্কের ভেতরে কুর্দী সংখ্যালঘুদের স্বাধীনতার জন্য উস্কে দিতে পারে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম তার ইরাকী প্রতিপক্ষ হায়দার আল আবাদিকে বলেছেন, ইরাক থেকে তেল আমদানির ক্ষেত্রে তার দেশ আগের নীতি থেকে সরে এসে এখন থেকে কেবল বাগদাদের সঙ্গেই কথা বলবে।
×