ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে জয়ের দেখা পেল অসিরা

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৭

অবশেষে জয়ের দেখা পেল অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ওয়ানডে হারের পর অবশেষে বৃহস্পতিবার জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারত সফরে সিরিজের চতুর্থ ওয়ানডেতে তারা ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২১ রানে স্বস্তির জয় পায়। অবশ্য আগেই ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বিরাট কোহলিরা। এক ম্যাচ বাকি থাকতে এখন সিরিজে ভারত এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট হাতে নেয়। এ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার ভারতীয় বোলিংকে দুমড়ে-মুচড়ে প্রথম উইকেটে ২৩১ রানের বিশাল জুটি গড়ে তোলেন। ক্যারিয়ারের শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান ওয়ার্নার। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে তিনি এই কৃতিত্ব দেখান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৮ জন শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও গত ১০ বছরে ওয়ার্নারই প্রথম এই কৃতিত্ব দেখালেন। ১১৯ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারেই উমেশ যাদব শিকার করেন সেঞ্চুরির পথে থাকা ফিঞ্চকে। তিনি ৯৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৪ রান করেন। এরপর আর রানের গতিটা খুব বেশি বাড়াতে পারেনি অসিরা। তবে পিটার হ্যান্ডসকম্ব ৩০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৩ রান করলে সোয়া তিনশ’ পেরিয়ে যায় সংগ্রহ। ৫ উইকেটে ৩৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। উমেশ ৭১ রানে নেন ৪ উইকেট। বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই দারুন জবাব দিচ্ছিল ভারত। ১০৬ রানের জুটি গড়েন জোড়া অর্ধশতক হাঁকিয়ে আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। ৫৩ রানে রাহানে ফিরে যাওয়ার কিছু পরেই আউট হন রোহিত ৬৫ রানে। এরপর ভালভাবেই ঘুরে দাঁড়ায় অসি বোলাররা। লোকাল বয় কোহলি (২১) দ্রুত ফিরে যান। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা হারদিক পান্ডিয়া আবারও ঝড় তোলেন। চতুর্থ উইকেটে আসে ৭৮ রান। তবে তাকে বেশিদূর এগোতে দেননি এডাম জামপা। হারদিক ৪০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ রান করে সাজঘরে ফেরেন। কোদার যাদব ও মনিষ পান্ডে অবশ্য দারুণ খেলছিলেন। পঞ্চম উইকেটে বেশ দ্রুতই ৬১ রান যোগ হলে জয়ের পথেই এগিয়ে যেতে থাকে ভারত। তবে এরপর বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর কেদার ৬৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩১৩ রান করে থামে ভারত। ৩ উইকেট নেন পেসার কেন রিচার্ডসন। স্কোর ॥ অস্ট্রেলিয়া ইনিংস- ৩৩৪/৫; ৫০ ওভার (ওয়ার্নার ১২৪, ফিঞ্চ ৯৪, হ্যান্ডসকম্ব ৪৩; উমেশ ৪/৭১)। ভারত ইনিংস- ৩১৩/৮; ৫০ ওভার (কেদার ৬৭, রোহিত ৬৫, রাহানে ৫৩, হারদিক ৪১; রিচার্ডসন ৩/৫৮, কুল্টার নিল ২/৫৬)। ফল ॥ অস্ট্রেলিয়া ২১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।
×