ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মারুফ রায়হান

পূজামণ্ডপে পুতুলরানী

প্রকাশিত: ০৬:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

পূজামণ্ডপে পুতুলরানী

বাতাসে যখন প্রেম এসে লাগে, আর তার উদ্ভান্ত শরীরে সিন-সিন একটা পাতলা চাদর জড়িয়ে দেয় আশ্বিন ঢাকের বাদ্যি শোনার জন্য দু’কান পাগল হয়ে থাকে আচ্ছা পাগল, এই ঢাকায় কোথায় ঢাক খোঁজো আকাশের দিকে চাও, ডানাহীন শাদা পাখি উড়ছে পুজো তবে এসে পড়লো! মন্দিরে খানিকটা মন দিয়ে রাখি আগেভাগে, আর তোমাকে মনে পড়ে পুতুলরানী দুর্গাপূজা এলেই কেন তোমাকে মনে পড়ে আমি কি তবে সাম্প্রদায়িক! একটা গণিকালয়ের গলি গলিয়ে যেতে হতো ওই সুখধামে তুমিই প্রথম হাত ধরে নিয়ে গেলে সেই পূজাম-পে কুলখানিতে যাবার কথা দিব্যি ভুলে গেলাম ফুর্তি আর প্রার্থনা- একসঙ্গে হাত ধরাধরি করে থাকলো তোমার আমার মতো সারা সন্ধ্যা আমি একবার প্রতিমার মুখ দেখি আরেকবার তোমার দুটোই এক মনে হয়- এ কথা বলতেই তুমি চোখ নাচিয়ে একটা অদৃশ্য গোলাপ ছুড়ে দিলে আমার অধরে এখন কোথায় তুমি পুতুলরানী? এখন আমিও বা কোন চুলোয় বাঁচি!
×