ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফসারা তাসনিম

কৃত্রিম কার্ডিয়াক টিস্যু নক্সায় মাকড়সার রেশম

প্রকাশিত: ০৬:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

কৃত্রিম কার্ডিয়াক টিস্যু নক্সায় মাকড়সার রেশম

হৃদযন্ত্রের ক্ষয়ক্ষতি হ্রাস ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি থাকা সত্ত্বেও প্রতিনিয়ত আরও মানুষ কার্ডিয়াক অক্ষমতায় ভুগছেন। হৃদপি-ের কার্যকারিতা হ্রাস পাওয়ার মূল কারণ হলো হার্ট এ্যাটাকের মতো বিভিন্ন রোগঘটিত কারণে হৃদপেশী কোষের অপূরণীয় ক্ষতি। এ ধরনের ক্ষতি পূরণের এখন পর্যন্ত কোন চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তবে এরূপ ক্ষতি সারিয়ে হৃদযন্ত্রের কার্যক্রম স্বাভাবিকীকরণের পদ্ধতি বিকাশে নিরন্তর গবেষণা চলছে। এই গবেষণার এক আশাপ্রদ পদক্ষেপ হলো- মাকড়সার রেশম থেকে তৈরিকৃত কার্ডিয়াক পেশী টিস্যু। ফ্রেডরিখ-আলেকজান্ডার-এর গবেষকরা এবং ইউনিভার্সিটি অব বায়রোয়েথ এ তাদের সহকর্মীরা মিলে অনুসন্ধান চালাচ্ছেন গবেষণাগারে বিকশিত এক ধরনের কৃত্রিম রেশম প্রোটিন কার্ডিয়াক টিস্যু সংস্করণের জন্য উপযোগী হতে পারে কিনা। তারা তাদের গবেষণালব্ধ ফলাফল এডভান্সড ফাংশানাল মেটারিয়ালস নামক এক সাময়িক পত্রিকায় প্রকাশ করেন। নকশাকৃত রেশম প্রোটিন কৃত্রিম কার্ডিয়াক টিস্যু তৈরির প্রক্রিয়ায় চাবিকাঠি হতে পারে রেশম। অথবা আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এই চাবিকাঠি ফাইব্রোয়িন নামক এক প্রকারের প্রোটিন, যা রেশমের গঠন ও কার্যকরী স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে থাকে।...এর নেফ্রোপ্যাথোলজি বিভাগের অধ্যাপক ড. ফেলিক্স এঙ্গেল ভারতীয় রেশমপোকা হতে প্রাপ্ত রেশমের বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখেছিলেন। তার পরীক্ষা থেকে প্রতীয়মান হয় যে রেশমের প্রোটিন কার্ডিয়াক টিস্যু তৈরির উপাদান হিসেবে বিশেষভাবে উপযোগী। এখনও সুসংগত গুণসম্পন্ন প্রোটিন পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সম্ভব। ড. ফেলিক্স এর সহকর্মী, ইউনিভার্সিটি অফ বায়রোয়েথের বায়োম্যাটারিয়ালস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. থমাস শেইবেল সফলভাবে ই কোলি ব্যাকটেরিয়ার সাহায্যে গার্ডেন স্পাইডার থেকে প্রয়োজনীয় অধিক পরিমাণে এবং সুসংগত মানসম্পন্ন রিকম্বিন্যান্ট সিল্ক প্রোটিন উৎপাদনে সম্ভব হোন। পরবর্তীতে এই দুই গবেষক সম্মিলিতভাবে গার্ডেন স্পাইডারের রিকম্বিন্যান্ট সিল্ক প্রোটিন নিয়ে অধিকতর অনুসন্ধানে মনোনিবেশ করেন। হৃদকোষ ও কৃত্রিম রেশম প্রোটিনের মধ্যে মিথষ্ক্রিয়া অধ্যাপক এঙ্গেলের এরল্যাঙ্গেন দলের জানা পেটজোল্ড এবং অধ্যাপক শেইবেলের বায়রোয়েথ দলের তামারা এগনার কার্ডিয়াক টিস্যু উৎপাদনের লক্ষ্যে গবেষণাগারে প্রস্তুতকৃত রেশম প্রোটিন ইএডিএফ৪ (কে১৬)-এর উপযুক্ততা পরীক্ষায় একত্রে কাজ করেন। পরীক্ষার একটি অংশ ছিল একটি কাঁচের সøাইডের ওপর রেশম প্রোটিনের পাতলা স্তর তৈরি করা। এই কৌশলটি প্রয়োগ করা হয়েছিল এই তথ্যের ওপর ভিত্তি করে যে যে সকল কোষে ঋণাত্মক চার্জযুক্ত স্তর রয়েছে, সেগুলো ইএডিএফ৪ (কে১৬) প্রোটিনের ধনাত্মক চার্জযুক্ত ঝিল্লি দ্বারা আকৃষ্ট হবে। কার্ডিয়াক টিস্যুর পাশাপাশি পেটজোল্ড এবং এগনার কানেকটিভ এবং ব্লাড ভেসেল টিস্যুর মতো বিভিন্ন টিস্যুর ওপর একই পরীক্ষা চালান এবং প্রতিবারই সফলতা পান। তবে তাদের অনুসন্ধানের লক্ষ্যবস্তু ছিল হৃদকোষের কার্যকারিতা। তারা সাধারণ কোষকে তাদের প্রয়োগকৃত ফাইব্রোনেকটিন ঝিল্লিবেষ্টিত কোষের সঙ্গে তুলনা করে দেখেন যে সাধারণ কোষগুলোর স্বাভাবিক পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে পরীক্ষালব্ধ কোষগুলো সঙ্গতিপূর্ণ। উভয় প্রকারের কোষের মধ্যে কার্যকরী কোন পার্থক্য পরিলক্ষিত হয়নি। উদাহরণস্বরূপ তারা দেখান যে হাইপারট্রফি বা ক্রীড়াবিদ এবং অন্তঃসত্ত্বা নারীদের হৃদকোষের পরিবর্ধনের জন্য দায়ী কারণগুলো ইএডিএফ৪ (কে১৬) প্রোটিনঝিল্লি সংবলিত হৃদকোষের আয়তনও বৃদ্ধি করতে সক্ষম হয়। সুতরাং এরল্যাঙ্গেন ও বায়রোয়েথের গবেষকদের দ্বারা পরিচালিত কাজ এবং ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি ব্যবহারে কৃত্রিম রেশম প্রোটিন তৈরির সম্ভাবনা ভবিষ্যতে কার্যকরী কার্ডিয়াক টিস্যু সৃষ্টির প্রক্রিয়ায় প্রথম ধাপ হিসেবে প্রতিনিধিত্ব করে। সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি
×