ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক ম্যাচ রেখেই সিরিজ ইংল্যান্ডের

লুইসের বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও হার ক্যারিবীয়দের

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

লুইসের বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও হার ক্যারিবীয়দের

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য। সিরিজে টিকে থাকার ম্যাচে ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস। তিনি মাত্র ১৩০ বলে ১৭৬ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পায় ক্যারিবীয়রা। কিন্তু এরপরও জিততে পারেনি তারা। বৃষ্টির কারণে ৩৫.১ ওভারে ২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ৩-০ ব্যবধানে জিতে গেছে ইংল্যান্ড। আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের রোজ বোলে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। মাত্র দলীয় ৩৩ রানের মধ্যেই তারা ক্রিস গেইল (২), শাই হোপ (১১) ও মারলন স্যামুয়েলস (১) উইকেট হারিয়ে বিপদে পড়ে। চতুর্থ উইকেটে লুইস ও জেসন মোহাম্মদ ১১৭ রানের জুটি গড়ে সেই বিপর্যয় এড়ান। জেসন ৪৬ রানে বিদায় নেন বেশ ধৈর্য নিয়ে ব্যাটিং করে। এরপর পঞ্চম উইকেটে তার সঙ্গে যোগ দিয়ে অধিনায়ক জেসন হোল্ডার ঝড়ো ব্যাটিং করেন। লুইসও ছিলেন বেশ দ্রুতগতির। ১৬৮ রানের জুটি গড়ার পর লুইস সাজঘরে ফেরেন। এর আগে মাত্র ৯৪ বলে সেঞ্চুরি পূরণ করা লুইস শতকের পরই হয়ে ওঠেন মারাত্মক বিধ্বংসী। সেঞ্চুরির আগে কোন ছক্কা হাঁকাননি। কিন্তু বাকি ৩০ বলে যে ৭৬ রান করেছেন তার মধ্যে ছিল ৭ ছক্কা আর ৪টি চার। সবমিলিয়ে ১৩০ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৬ রান করে তিনি আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ইংল্যান্ডের বিরুদ্ধে এটি ক্যারিবীয় কোন ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান হলেও সার্বিকভাবে তা চতুর্থ সেরা ওয়ানডে ইনিংস। গেইল ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ক্যানবেরায় ২১৫ রানের যে ইনিংস খেলেছিলেন সেটাই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ।
×