ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবুধাবীর টেস্টের প্রথমদিন শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০১৭

আবুধাবীর টেস্টের প্রথমদিন শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হয়েছে। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রথমদিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমদিনেই ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে লঙ্কানরা। ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার দিমুখ করুনারতেœ দুর্দান্ত ব্যাটিং করেন। ৯৩ রান করে রান আউট হয়ে যান। এরপর একটু বিপদে পড়ে লঙ্কানরা। মাঝপথে দিনেশ চান্দিমাল (৬০*) ও ডিকওয়েলা (৪২*) হাল ধরেন। করুনারতেœ ও চান্দিমাল মিলে চতুর্থ উইকেটে যে ১০০ রানের জুটি গড়েন, তাতেই প্রথমদিনে ম্যাচের নিয়ন্ত্রণ রাখে শ্রীলঙ্কা। আবুধাবী টেস্ট দিয়েই সরফরাজ যুগে পা রাখে পাকিস্তান। দুই সিনিয়র মিসবাহ উল হক ও ইউনুস খানের অবসরের পর সরফরাজের নেতৃত্বে খেলছে পাকিস্তান। তরুণ দল নিয়ে সরফরাজ এগিয়ে যেতে চাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সরফরাজের হাতেই তিন ফরমেটে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে। কিন্তু প্রথমদিনটি পাকিস্তানের ভাল কাটেনি। সিরিজটি পাকিস্তানের হোম সিরিজ। কিন্তু মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে। পাকিদের ঘরের মাঠ হিসেবে এটিই বিবেচিত হচ্ছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে বিচ্ছিন্ন পাকিস্তান। চেষ্টা করা হচ্ছে পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর। কিন্তু আপাতত সেই চেষ্টায় শ্রীলঙ্কাকে পাকিস্তানে নেয়া যায়নি। তাই সংযুক্ত আরব আমিরাতেই পাকিস্তানকে হোম ভেন্যু বানিয়ে খেলতে হচ্ছে। কিন্তু প্রথমদিনটিতে শ্রীলঙ্কাই বাজিমাত করেছে। শুরুতে অবশ্য চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ৬১ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল। এরপরই করুনারতেœ ও চান্দিমাল মিলে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। ১৬১ রানে করুনারতেœ আউট হওয়ার পর চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলা মিলে জুটি গড়েন। দুইজন মিলে ৬৬ রানের জুটি গড়ে দলকে ২৩০ রানের কাছে নিয়ে যান। সেই সঙ্গে প্রথমদিনটিও শেষ করেন। চান্দিমাল ৬০ ও ডিকওয়েলা ৪২ রানে ব্যাট করছেন। আজ দুইজনই দ্বিতীয়দিনের খেলা শুরু করবেন। শ্রীলঙ্কা খুব দেখেশুনে খেলেছে। শুরুতে তারা যে বিপত্তিতে পড়েছিল তা থেকে নিজেদের গুছিয়ে নিয়েছে। বিপদ দূর করেছে। দুই দল তরুণ ক্রিকেটারের নিয়ে খেলছে। তবে প্রথমদিনটিতে শ্রীলঙ্কা ভাল খেলা উপস্থাপন করেছে। বিশেষ করে করুনারতেœ, চান্দিমাল ও ডিকওয়েলা দুর্দান্ত ব্যাটিং করেছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। জমা হয়েছিল ৬১ রান। এরপর দ্বিতীয় সেশনটি কোন উইকেট না হারিয়ে কাটিয়েছে। শেষ সেশনে আরেকটি উইকেট হারিয়েছে লঙ্কানরা। কিন্তু দিনের শেষ দুই সেশনে ১ উইকেট হারিয়ে ১৬৬ রান যোগ করেছে তারা। তাতেই ২২৭ রান করেছে শ্রীলঙ্কা। স্কোর ॥ পাকিস্তান-শ্রীলঙ্কা স্কোর টস ॥ শ্রীলঙ্কা (ব্যাটিং)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২২৭/৪; ৯০ ওভার (করুনারতেœ ৯৩, চান্দিমাল ৬০*, ডিকওয়েলা ৪২*; ইয়াসির ২/৫৯)।
×