ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইনানী সৈকতে ১৪ রোহিঙ্গার লাশ

প্রকাশিত: ০৫:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ইনানী সৈকতে ১৪ রোহিঙ্গার লাশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রাখাইন রাজ্য থেকে সমুদ্র পথে পালিয়ে আসার সময় আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবিতে নিহত ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ৬ শিশু ও ৮ নারী। উখিয়া জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বিকেল ৫টার দিকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা উখিয়া ইনানী সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছার পর ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এতে ১৪ রোহিঙ্গার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এছাড়া জীবিত উদ্ধার হয়েছে আরও ২৮ জন। এর মধ্যে ১৭ জন সুস্থ রয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় লাশ উদ্ধারের সংখ্যা ১৪০ জনে উন্নীত হলো।
×