ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, আমেরিকা ইতোমধ্যেই এই মানবিক সঙ্কট মোকাবেলায় সহযোগিতার হাত বাড়িয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সমস্যা, দুর্দশা এবং এ সংক্রান্ত কার্যক্রম প্রত্যক্ষ করেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার আওতা এরই মধ্যে বৃদ্ধি করেছে। বিশ্ব খাদ্য সংস্থাকে (ডব্লিউএফপি) বাড়তি ৬০ লাখ মার্কিন ডলার প্রদান করেছে, যা যুক্ত হবে এ সংস্থাকে বছরের শুরুতে দেয়া ১০ লাখ ডলারের সঙ্গে। মার্কিন রাষ্ট্রদূত সরেজমিনে রোহিঙ্গা সঙ্কট পরিদর্শন করে বলেন, বাংলাদেশে আগে থেকেই রোহিঙ্গা ছিল। দীর্ঘ সময় ধরে দেশটি এ সঙ্কটে ভুগছে। এবার সঙ্কট আরও তীব্র হয়েছে। তার দেশ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক কূটনৈতিক প্রক্রিয়া ও তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে। মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ বিমানযোগে কক্সবাজারে আসেন। প্রথমে তিনি কুতুপালং এবং পরে বালুখালি ক্যাম্পও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসন, ঢাকায় মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মকর্তারা।
×