ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব মানবতার বাতিঘর শেখ হাসিনা ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বিশ্ব মানবতার বাতিঘর শেখ হাসিনা ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিশ্ব মানবতার বাতিঘর। শেখ হাসিনা রাজনীতিকের সীমানা ছাড়িয়ে এখন রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রিক্সা ও ভ্যান বিতরণ কর্মসূচীতে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওয়াবদুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে। চীন রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। আজকের (গতকাল) নিরাপত্তা পরিষদের বৈঠকে আশা করি চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্ব সম্মতিক্রমে পাস করবে। এটা গোটা বাঙালীর মনের কথা। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্ট্রনায়ক হয়েছেন। কারণ একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করে। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী তার জন্মদিনে কেক কেটে উৎসব না করতে নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ ব্যয় হতো, তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সহায়তার জন্য পাঠাব।’ ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর জš§দিন পালনের জন্য আমাদের তৃণমূল পর্যন্ত আয়োজন ছিল। এটাতে আনন্দ-উৎসব করার ইচ্ছা ছিল। নেত্রীর সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলতে গেলে তিনি আমাদের বলেছেন, জন্মদিনে আনন্দ-উৎসব না করতে। এ সময় নেত্রীর পাশে থাকা শেখ রেহানাও বলেছেন, কেক কাটার কোন উৎসব হবে না। তিনি (শেখ হাসিনা) বলেছেন, জন্মদিনের উৎসবে যে খরচ হবে, তার সমুদয় অর্থ বিপন্ন মানবতার সাহায্যে রোহিঙ্গাদের মাঝে বিতরণ করবে।’
×