ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিটিয়ে কিশোর হত্যা

আরও এক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

আরও এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুরের চরশ্রীরামপুরে চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে কিশোর সাগর হত্যা মামলায় ফজলুল হক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে চরশ্রীরামপুর গ্রামের বাড়ি থেকে ফজলুকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত মঙ্গল ও বুধবার এই ২ দিনে পুলিশ সাগর হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করে। তবে গ্রেফতার হওয়া রইছ উদ্দিন ও ফজলুল এই মামলার এজাহারভুক্ত আসামি ছিল না। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বৃহস্পতিবার জানান, গত মঙ্গলবার গ্রেফতার হওয়া রইছ উদ্দিন আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে সাগর হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই সঙ্গে সাগরকে মারপিটে কারা জড়িত ছিল তাদেরও নাম পরিচয় প্রকাশ করেছে রইছ। গ্রেফতার হওয়া ফজলুল হক বৃহস্পতিবার পুলিশী জিজ্ঞাসাবাদে এবং বিকেলে ময়মনসিংহ আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে সাগরকে মারপিটে জড়িত থাকার কথা স্বীকার করে সেদিন কারা এই মারপিটে অংশ নিয়েছিল তাদের পরিচয় প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে পুলিশ তাদের নাম পরিচয় প্রকাশ করছে না। পুলিশ সুপার সাংবাদিকদের আরও জানান, এই মামলার প্রধান আসামি আক্কাস ও তার সহযোগীরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য দেশের সবকটি বিমানবন্দর ও স্থলবন্দর চেকপোস্টে পত্র দেয়া হয়েছে। স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি কোর্ট রিপোর্টার ॥ দাম্পত্য কলহের জের ধরে রাজধানীর আদাবরে স্ত্রী মোসাম্মত চন্দনা খাতুন (২২) হত্যার অভিযোগে স্বামী সাজু মিয়া ওরফে সাধনের (৪৭) ফাঁসির রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপীল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির ৫ হাজার টাকা অর্থদ-ও করেছে আদালত। রায় ঘোষণার সময় উপস্থিত আসামি রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে আদালতকে জানান। এরপর বিচারক আসামিকে আপীল দায়েরের জন্য ৭ দিন সময় দিয়েছেন। ২০১২ সালের ১৪ মে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক ২ নম্বর রোডের হাউস নম্বর ১৯-এর ভাড়া বাড়িতে খুন হন রংপুর জেলার পীরগঞ্জ থানার কোটারপাড়া গ্রামের হোমিও চিকিৎসক মোশারফ হোসেনের মেয়ে মোসাম্মত চন্দনা খাতুন। ওই ঘটনায় পরদিন আদাবর থানায় একটি মামলা করেন নিহতের বাবা।
×