ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি ভারতে

প্রকাশিত: ০৪:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

 তিন বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি ভারতে

দেশের অর্থনীতি গতিশীল করতে নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করছে ভারত সরকার।এমনটা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। নয়াদিল্লীতে এক বৈঠকে তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশে বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। যা গেল ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। মূলত ব্যক্তিখাতে বিনিয়োগ কমা এবং জিএসটি বিল বাস্তবায়নের কারণেই দেশটির প্রবৃদ্ধি কমেছে বলে জানান তিনি। দেশের অর্থনীতিকে গতিশীল করতে বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যের পাশাপাশি বিভিন্ন খাতে সাড়ে ৭শ’ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। -অর্থনৈতিক রিপোর্টার অর্থনৈতিক সূচকে পিছিয়ে পড়েছে যুক্তরাজ্য অর্থনৈতিক সূচকে পিছিয়ে পড়েছে যুক্তরাজ্য। বিশ্বের শীর্ষস্থানীয় রেটিং এজেন্সি মুডির সর্বশেষ প্রতিবেদনে এএ-টু গ্রেডে দেখানো হয়েছে দেশটিকে। এর আগে লম্বা সময় ধরে এএ-ওয়ান গ্রেডে ছিল ব্রিটেন। মুডি জানায়, যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়েছে। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেশটির অর্থনীতিকে অস্থিতিশীল করেছে। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বেড়েছে। ব্রেক্সিট ইস্যুতে গণভোট এবং মধ্যবর্তী নির্বাচনেও প্রচুর ব্যয় হয়েছে। এসবের ক্ষতিপূরণ যুক্তরাজ্যের জন্য কঠিন হবে। তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য নানা পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। গেলো বছরে অন্য দুইটি এজেন্সির সূচকে যুক্তরাজ্যের রেটিং কমানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×