ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ আজ সাফল্যের শীর্ষে যেতে শুরু করেছে ॥ এমিলি

প্রকাশিত: ০৪:১৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

দেশ আজ সাফল্যের শীর্ষে যেতে শুরু করেছে ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, দেশ আজ সাফল্যের শীর্ষে যেতে শুরু করেছে। আগামীকাল পিলারের ওপর উঠতে যাচ্ছে পদ্মা সেতুর প্রথম স্প্যান। সকল বাধা আর যড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে এই সেতুর নির্মাণ সরকারের একটি বড় সাফল্য। মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে। ঢাকা-মাওয়া মহাসড়ক ৪ লেনে উন্নত করা হচ্ছে। সমুদ্রসীমা নির্ধারণ, আইনের শাসন প্রতিষ্ঠাসহ সরকার দেশে প্রভূত উন্নতি করে চলেছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে এ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি বৃহস্পতিবার সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। লৌহজং উপজেলা মিলনায়তনে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গণি তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিস আল আসাদ বারেক প্রমুখ। নওগাঁর সেই নবজাতকটির দায়িত্ব নিলেন নাটোরের ব্যবসায়ী দম্পতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ সেপ্টেম্বর ॥ মান্দায় ক্লিনিকে ফেলে যাওয়া সেই নবজাতককে অবশেষে দত্তক নিয়েছেন এক ব্যবসায়ী দম্পতি। বুধবার সন্ধ্যায় শিশুটিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার ওই দম্পতির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এরা হলেন দিঘাপতিয়া এলাকার আবুল কাসেম শিকদারের ছেলে আজিজুল ইসলাম ওরফে আতিক ও তার স্ত্রী মনিরা পারভীন। জন্মের পর শিশুটির মা লাপাত্তা হওয়ায় গত ১২ দিন ধরে সে ক্লিনিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছিল। আতিক-মনিরা দম্পতি জানান, তাদের বিবাহিত জীবন চলছে ১২ বছর। কিন্তু সন্তানের মুখ দেখতে পাননি।
×