ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে মোবাইল উঠাতে গিয়ে ল্যাট্রিনে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশিত: ০৪:১৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

মৌলভীবাজারে মোবাইল উঠাতে গিয়ে ল্যাট্রিনে প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৮ সেপ্টেম্বর ॥ বড়লেখায় ভাইয়ের পড়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে গিয়ে ছোট ভাই ল্যাটিনে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মামা মোস্তফা কামাল। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামে।স্থানীয় দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত ২ ভাই নাবিল মিয়া (২২) ও বাদল মিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে। তাদের বাবার নাম বাচ্চু মিয়া। তিনি পেশায় রিক্সাচালক। বাল্যবিয়ে থেকে রক্ষা অষ্টম শ্রেণীর ছাত্রীর নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার মহাদেবপুরে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর ছাত্রী ইতি খাতুন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের উখড়ইল গ্রামে। এ গ্রামের সফিজ উদ্দিন তার অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করে পার্শ্ববর্র্তী পতœীতলা উপজেলা সদরের হাজী লোকমান হোসেনের ছেলে আবু হোসেনের সঙ্গে। এদিন দুপুরে বরসহ তার পরিবারের লোকজন বিয়ে করতে কনের বাড়িতে উপস্থিত হয়। এ খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহর নেতৃত্বে পুলিশ ওই কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। নোবিপ্রবিতে বিদায় সংবর্ধনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থ ও হিসাব দফতরের পরিচালক আবদুল জলিলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি অফিসার্স এ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ ইদ্রিস অডিটরিয়ামে এর আয়োজন করে। এ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মোঃ রাশেদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক ও এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। -বিজ্ঞপ্তি
×