ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণ ॥ গর্ভপাত করানোর অভিযোগ

প্রকাশিত: ০৪:১৩, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণ ॥ গর্ভপাত করানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ সেপ্টেম্বর ॥ ‘বিয়ের আশ্বাসে’ বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ও অবৈধভাবে পাঁচ মাসের ভ্রণ গর্ভপাত করানোর অভিযোগ পাওয়া গেছে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের বিরুদ্ধে। অসময়ে গর্ভপাতে রক্তক্ষরণের কারণে বর্তমানে ওই বিধবা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন । জানা যায়, সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ওই বিধবার স্বামী সাত বছর আগে মারা যান। এ সুযোগে সহযোগিতার কথা বলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন তিন বছর আগে ওই বিধবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময়ে অবৈধ মেলামেশা করায় ওই বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ সময় বিয়ের জন্য চাপ দিলে বাবুল তাকে গর্ভপাত ঘটানোর শর্ত দেয়। সোমবার ওই বিধবার পাঁচ মাসের গর্ভের ভ্রণ ঢোলারহাট এলাকার এক গ্রাম্য ধাত্রী গর্ভপাত ঘটায়। এতে ওই গৃহবধূর রক্তক্ষরণ শুরু হলে তাকে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ। স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ ওরফে নির্মল রাতে ওই বিধবাকে দেখতে হাসপাতালে যান। তিনি গর্ভপাতের শিকার ওই বিধবার খোঁজখবর নেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নির্মল বলেন, ধর্ষিত বিধবা তার ইউনিয়নের এলজিইডির রাস্তা তদারকি এলজিইডির কর্মী। তার সঙ্গে অনাচার হয়ে থাকলে তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ বিষয়ে নির্যাতিতা নারী অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ তিন বছর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করেছে। সর্বশেষ তার গর্ভ পরীক্ষা করার নাম করে গর্ভপাত ঘটানো হয়। এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র বর্মণ বলেন, যুবলীগের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করে থাকলে যুবলীগ তার দায়দায়িত্ব নেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে যুবলীগের কোন আপত্তি থাকবে না।
×