ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই গ্রুপে সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর, আহত ২০

প্রকাশিত: ০৪:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৭

দুই গ্রুপে সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৮ থেকে ১০টি বাড়িঘর ভাংচুর চালিয়ে লুটপাট করা হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আশপাশের হাট বাজারের দোকানপাটগুলো বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। আতঙ্ক তৈরি হয় জনমনে। বুধবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও বৃহস্পতিবার দুপুরে গোলাকান্দাইল এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা। জানা গেছে, অপরাধীদের সেল্টার, মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ইউপি সদস্য ও মহিলালীগ নেত্রী বিউটি আক্তার কুট্টির সঙ্গে একই এলাকার যুবলীগ নেতা আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে আনোয়ার হোসেন ও তার লোকজন বিউটি আক্তার কুট্টিকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে উভয় গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালাতে শুরু করে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলাকালে ১৫ থেকে ২০ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের সাদেক মিয়া, খোকন মিয়া, হেলাল উদ্দিন, নুরু মিয়া, হাবিবুর রহমান, ফারুক, জুয়েল, উজ্জ্বল, খলিলুর রহমান, জীবন, শাহিনসহ ১৬ জন আহত হয়েছেন। এছাড়া সন্ত্রাসীরা কদু বানু, শাহীন মিয়া, জসীম গাজী, ইসমাইল হোসেনসহ কয়েকজনের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়ে মালামাল লুট করেছে। অপরদিকে গোলাকান্দাইল বাসস্টেশন এলাকায় লেগুনা, সিএনজিসহ অটোরিক্সা থেকে চাঁদা আদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ নেতা সৌরভের বিরোধ চলে আসছিল। একটি চাঁদাবাজি মামলায় দেলোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেনসহ তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সৌরভসহ তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সৌরভ ও তার লোকজনও পাল্টা হামলা চালায়। শুরু হয় দুই গ্রুপের মাঝে প্রকাশ্যে ধারালো অস্ত্র প্রদর্শন। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের কারণে আশপাশের হাট বাজার ও মার্কেটের দোকানপাট বন্ধ করে ছোটাছুটি করতে। এ সময় একটি দোকানঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
×