ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে দুই হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৭

কিশোরগঞ্জে দুই হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ সেপ্টেম্বও ॥ কটিয়াদী ও ভৈরব উপজেলার দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ দ-াদেশ দেন। দণ্ড প্রাপ্ত দুই আসামি হলো- কটিয়াদীর ঘাগৈর গ্রামের মৃত হাবিজ কেরানির ছেলে আঃ হাকিম ওরফে হকিম (৫০) এবং ভৈরবের চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩৮)। জানা গেছে, কটিয়াদী উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আঃ হেলিমের ছেলে জয়নাল আবেদীন ওরফে নিদানের কটিয়াদীর শ্মশানবন্দের জমি বর্গা চাষ করতেন পাশর্^বর্তী পশ্চিমপাড়া (নদীর চর) গ্রামের সুলতান মিয়া। ২০১৪ সালের ২৫ মার্চ দুপুরে সুলতানের স্ত্রী রসুনা খাতুন (৪০) চাষাবাদের জমি হতে ছাগল আনতে যান। এ সময় ঘাগৈর গ্রামের মৃত হাবিজ কেরানির ছেলে আঃ হাকিম ওরফে হকিম (৫০) তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রসুনার বাম হাতে কোপ দিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে জয়নাল আবেদীন ওরফে নিদান ওই দিন বিকেলে ঘটনাস্থল গ্রামের রমিজ উদ্দিনের বাদামক্ষেতে পেয়ে আসামি হকিমকে জিজ্ঞাসা করতেই উত্তেজিত হয়ে নিদানের বুকে বল্লমের আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিন মাসেও সন্ধান মেলেনি অপহৃত যুবকের স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী থেকে অপহৃত আব্দুল্লাহ আল ফারুক রাহিদ নামের এক যুবকের সন্ধান মেলেনি সাড়ে তিন মাসেও। গত ১৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছে এ যুবক। ফলে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এ ঘটনায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ছেলেকে উদ্ধারের দাবি জানিয়েছে তার পরিবার। নগরীর কাশিডাঙ্গা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে উল্লেখ করা হয় রাহিদকে গত ১৮ জুলাই সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে হরিপুর দরগাপাড়ার তরিকুলের বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ নেই। এ বিষয়ে রাহিদের বাবা মুক্তিযোদ্ধা জহির উদ্দীন পবা থানায় সাধারণ ডায়েরি করেন। রাহিদ লেখাপড়ার পাশাপাশি বিদ্যুতের কাজ করতেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তরিকুল তার বাড়িতে বিদ্যুতের কাজ করার জন্য ডেকে নিয়ে যান। সেখান থেকেই এই ঘটনা ঘটে। অনেক খোঁজ করে তারা রাহিদের সন্ধান পাচ্ছেন না। আদালত মামলা নিয়ে পবা থানাকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিলেও পুলিশ কোন ভূমিকা না রাখায় বর্তমানে মামলাটি পিবিআইতে রয়েছে।
×