ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জাতিসংঘ পার্ক নিয়ে চলছে মন্ত্রী ও মেয়রের বাহাস

প্রকাশিত: ০৪:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে জাতিসংঘ পার্ক নিয়ে চলছে মন্ত্রী ও মেয়রের বাহাস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় রয়েছে একটি পার্ক। যার নাম জাতিসংঘ পার্ক। হঠাৎ করে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ পার্কের মালিকানা গণপূর্ত মন্ত্রণালয়ের বলে দাবি করে বক্তব্য দিয়েছেন। বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, শুরু থেকে এ পার্কের মালিকানায় রয়েছে চসিক। কিন্তু হঠাৎ করে পূর্তমন্ত্রী এ পার্কের মালিকানা কেন পূর্ত মন্ত্রণালয়ের বলে দাবি করে বক্তব্য দিয়েছে তা তার জানা নেই। বিষয়টি নিয়ে চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী ও মেয়রের চলছে বাহাসও। বাহাসের সূত্রপাত ঘটিয়েছেন পূর্তমন্ত্রী। উত্তরে মেয়র বলেছেন, ‘আমি হতভম্ব।’ বৃহস্পতিবার সকালে জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, একটি মীমাংসিত বিষয় নিয়ে পূর্তমন্ত্রী কেন এ জাতীয় বক্তব্য দিলেন এবং চসিকের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করলেন তা তার অজানা। উল্লেখ্য, চসিকের পক্ষ থেকে পাঁচলাইশ আবাসিক এলাকার জাতিসংঘ পার্কটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করার লক্ষ্যে ‘চট্টগ্রাম জেলার পাঁচলাইশ আবাসিক এলাকার আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন’ শীর্ষক একটি প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছিল। কিন্তু এটি নাকচ হয়ে গেছে। মেয়র দাবি করেছেন, এ প্রকল্প যাতে গৃহীত না হয় তার জন্য একটি চক্র কলকাঠি নাড়ছেন। আবার পূর্তমন্ত্রী নিজে পার্কের জমি পাকিস্তান আমলে গণপূর্ত বিভাগ অধিগ্রহণ করে বলেও দাবি করেন। এ ব্যাপারে মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, এ পার্কের জমির মালিকানা দখল সূত্রে সিটি কর্পোরেশন। পক্ষান্তরে, পূর্তমন্ত্রী বলেছেন, পাকিস্তান আমলে পার্কটি প্রতিষ্ঠা করা হয়, দেখভালের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল তৎকালীন মিউনিসিপ্যালটিকে। ওই সময়ে সিটি কর্পোরেশন হয়নি। কিন্তু বর্তমানে সিটি কর্পোরেশন বলছে তারা দখল সূত্রে মালিক। এ ব্যাপারে মেয়র বললেন, গত আড়াই বছর আগেও এ পার্কের মালিকানা নিয়ে মন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেয়া হয়েছিল।
×