ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯ মাসে আমরা নেটওয়ার্কসের ইপিএস ১.৮৮ টাকা

প্রকাশিত: ০৩:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০১৭

৯ মাসে আমরা নেটওয়ার্কসের ইপিএস ১.৮৮ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া আমরা নেটওয়াকর্স লিমিটেডের বছরের ৯ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে এই ইপিএস হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৬-৩১ মার্চ ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৯ টাকা ৪৩ পয়সা। এদিকে, বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি ৮৬ পয়সা আয় করেছে। আলোচিত সময়ে কোম্পানিটি কর পরিশোধের পর ৩ কোটি ২৫ লাখ টাকা মুনাফা করেছে। আগের বছর একই সময় কোম্পানিটি ২ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছিল। আর ইপিএস ছিল ৬৮ পয়সা। দরপতনের শীর্ষে সামিট পাওয়ার অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ৩৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৯৪ বারে কোম্পানির ৩৩ লাখ ৯০ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১৩ কোটি ৪১ লাখ টাকা। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সামিট এ্যালায়েন্স পোর্ট, মেঘনা কনডেন্স মিল্ক, সাফকো স্পিনিং, কে এ্যান্ড কিউ, পেনিনসুলা চিটাগং, সেন্ট্রাল ফার্মা, রহিম টেক্সটাইল, আরএসআরএম স্টিল ও বিআইএফসি।
×