ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইফাদ অটোসের রাইটে আবেদন শুরুর তারিখ নির্ধারণ

প্রকাশিত: ০৩:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ইফাদ অটোসের রাইটে আবেদন শুরুর তারিখ নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়া প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের রাইট শেয়ারে আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির রাইট আবেদন আগামী ১৯ নবেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত চলবে। আর এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর ২০১৭। এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাইট শেয়ার ছেড়ে টাকা উত্তোলনের অনুমোদন পায় ইফাদ অটোস লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ এ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) ৬১২তম সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা যায়, ২আর: ৫ অনুপাতে অর্থাৎ পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পায় কোম্পানিটি। এ রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ২১ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ছাড়বে। আর এতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে। গত ২৫ জুলাই অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইট শেয়ার ছাড়ার বিষয়ে বিনিয়োগকারীর সম্মতি নেয় ইফাদ অটোস। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ৩ জুলাই। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আলফা ক্যাপিটাল লিমিটেড। ৭৩ গুণ আবেদন ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের আইপিওতে অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডে ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। এ জন্য আগামী ৫ অক্টোবর লটারির দিন নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই দিন সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হবে। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ১০ গুণ। এর আগে গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর আইপিও আবেদেন জমা নেয়া হয়।
×