ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্পবিরোধী’ অভিযোগ প্রত্যাখ্যান জাকারবার্গের

প্রকাশিত: ০৩:৫২, ২৯ সেপ্টেম্বর ২০১৭

‘ট্রাম্পবিরোধী’ অভিযোগ প্রত্যাখ্যান জাকারবার্গের

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, ফেসবুক সবসময় তার বিরুদ্ধে কাজ করছে। খবর বিবিসি অনলাইনের। ট্রাম্প টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ট্রাম্প বিরোধী বলে অভিযুক্ত করেন। একই দাবি তিনি নিউইয়র্ক টাইমস ও ওয়শিংটন পোস্ট পত্রিকার বিরুদ্ধেও করেন। অতি সম্প্রতি ফেসবুক যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় প্রমাণে মার্কিন কংগ্রেস তদন্ত দলের কাছে ৩০ হাজারের বেশি রাজনৈতিক প্রজ্ঞাপন হস্তান্তর করে। এই যোগাযোগ মাধ্যমটি বিশ্বাস করে, বিজ্ঞাপনগুলো সম্ভবত রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে। যার প্রভাব পড়েছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বচনে। ইউএস সিনেট ইনটেলিজেন্স কমিটি ফেসবুক, টুইটার ও গুগলকে এক নবেম্বরের মধ্যে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে অভিযোগসমূহ জমা দিতে বলা হয়। ফেসবুক ও গুগল নিশ্চিত করেছে তারা তদন্ত কমিটির আমন্ত্রণ গ্রহণ করে শুনানিতে অংশ নেবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন ব্যক্তিই বলেননি যে তারা শুনানিতে উপস্থিত থাকবেন। আসছে ইলেক্ট্রিক কার সিঙ্গাপুরের ব্লুএসজি কোম্পানি ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে ৮০টি বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামাবে। এজন্য ৩০টি চার্জিং স্টেশন তৈরি করেছে, যেখানে ১২০টি চার্জিং পয়েন্ট থাকবে। ২০২০ সালের মধ্যে ৫শ’টি চার্জিং স্টেশন তৈরি করবে, যাতে দু’হাজার চার্জিং পয়েন্ট তৈরি থাকবে। এর মধ্যে ৪শ’টি পয়েন্ট থাকবে সাধারণ লোকের ব্যবহারের জন্য। -বিজনেস টাইমস হারিয়ে যাওয়া জিলান্ডিয়া! বিজ্ঞানীরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া সপ্তম মহাদেশ খুঁজে পেয়েছেন। অস্ট্রেলিয়া ও এ্যান্টার্কটিকা মহাদেশ থেকে আট কোটি বছর আগে জিলান্ডিয়া বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য উদ্ভিদ ও প্রাণিকূল সম্পর্কে খুবই সামান্য জানা গেছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটির প্রধান বিজ্ঞানী বলেন, জিলান্ডিয়া মহাদেশের মাত্র চার শতাংশ এখন পানির নিচে আছে। মহাদেশটির অন্যান্য অংশ হচ্ছে নিউজিল্যান্ড, নিউক্যালেডোনিয়া ও নরফোক আইল্যান্ড। -ভার্জ
×