ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউরোপে এ বছর রেকর্ড পরিমাণ তাপমাত্রা বেড়েছে

প্রকাশিত: ০৩:৫০, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ইউরোপে এ বছর রেকর্ড পরিমাণ তাপমাত্রা বেড়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি আগের সব রেকর্ড অতিক্রম করেছে এবং এ গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন অংশে তাপমাত্রা খুব সম্ভবত দশগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা বুধবার এ কথা বলেছেন। খবর এএফপির। রয়্যাল নেদারল্যান্ডস মেটেওরলজিকল ইনস্টিটিউটের সিনিয়র গবেষক, এ সমীক্ষার সহ-লেখক গীর্ত জ্যান ভ্যান ওল্ডেন বোফ বলেছেন, এ উষ্ণতা বৃদ্ধিতে মানুষের প্রভাব রয়েছে, আমরা এর স্পষ্ট প্রমাণ পেয়েছি। এ উষ্ণতা বেড়েছে সামগ্রিকভাবে এ গ্রীষ্মের তাপমাত্রায় ও ‘লুসিফার’ নামের তাপপ্রবাহেÑ উভয় দিকেই। তিনি এক বিবৃতিতে বলেন, জলবায়ু পরিবর্তনের ১৯০০-এর দশকের প্রথম দিকের চেয়ে ২০১৭-এর গ্রীষ্মে উষ্ণতা খুব সম্ভবত দশগুণ বৃদ্ধি পেয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিবর্তন যেখানে এক শতাব্দীর মধ্যে ঘটার কথা, এখন তা প্রতি দশকেই ঘটবে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। গবেষকরা বলেন, গ্রনীহাউস গ্যাস নির্গমন অব্যাহতভাবে হ্রাস না পেলে ২০১৭-এর গ্রীষ্মের মতো কোন গ্রীষ্ম মধ্য শতাব্দীর মধ্যে ইউরোপের ভূমধ্যসাগরীয় এলাকায় নতুন স্বাভাবিক হয়ে দাঁড়াবে। কারণ, গ্রীনহাউস গ্যাস বৈশ্বিক উষ্ণতাকে দূর করে। ওয়ার্ল্ড ওয়েদার এ্যাট্রিবিউশনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা ২০১৭-এর গ্রীষ্মকে সামগ্রিকভাবে লুসিফার তাপপ্রবাহের মতোই নির্ণয় করেছেন। আগস্টের প্রথমদিকে তিন দিন ধরে ইউরোপের দক্ষিণাঞ্চলে লুসিফারের প্রবাহ বয়ে যায়। ফ্রান্স সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল ও স্পেনে উষ্ণ আবহাওয়া শুরু হয় সাধারণত জুনে। মাদ্রিদে ১৩ জুলাই তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলয়িয়াসে (১শ’ ৫ ফারেনহাইট) পৌঁছে। এ তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয় ২০১২ সালে। ইউরোপের দক্ষিণাঞ্চলে আগস্টের প্রথমদিকে তাপপ্রবাহ ৪০ ডিগ্রী সেলসিয়াসে (১শ’ ৪ ডিগ্রী ফারেনহাইট) ওঠে এবং ইতালি ও বলকান অঞ্চলের বেশকিছু অংশে তা কয়েকদিন ধরে অব্যাহত থাকে।
×