ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০২:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ঢাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে সিন্ডিকেট সভায় এই সীদ্ধান্ত নেয়া হয় বলে একাধিক সিন্ডিকেট সদস্য জনকণ্ঠকে জানান। সিন্ডিকেট সদস্যরা জানান, টুরিজ্যম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চৌর্যবৃত্তির অভিযোগ করা একই বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান ও তার স্বামী একই বিভাগের রুহুল আমিনের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুল হক মারজানের বিরুদ্ধেও গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সিন্ডিকেট মিটিংয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াকে সরিয়ে অন্য আরেক জনকে দায়িত্ব দেয়ায় বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আদেশ লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলেন, ৭৩’এর আদেশ অনুযায়ী কাউকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হলে তার পরের ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন ডিন নির্বাচন করার কথা। কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি, অনিয়ম করা হয়েছে। এই ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
×