ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের হার

প্রকাশিত: ১৮:১১, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ওয়েস্ট ইন্ডিজের হার

অনলাইন ডেস্ক ॥ ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাঁচা-মরার লড়াইয়ে জয় পেতে চেষ্টার ত্রুটি রাখেনি সফরকারিরা। শুরুর দিকে ৩৩ রানে ৩ উইকেট হারালেও এভিন লুইসের দানবীয় ব্যাটিংয়ে ৩৫৫ রানের পাহাড়সমান পুঁজি পেয়েছিল জেসন হোল্ডারের দল। দল হারলেও অবিশ্বাস্য এক ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখেয়ে ফেলেছেন লুইস। জ্যাক বলের ইয়র্কারে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৩০ বলে ১৭ চার আর ৭টি ছক্কায় ১৭৬ রান করেন এই ওপেনার। আহত হয়ে অবসরে যাওয়ার আগে ওয়ানডেতে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ৩৫৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা বেশ ভালো ছিল। তবে আলজেরি জোসেফের পেসে একটা সময় ১৮১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল স্বাগতিকরা। এমনকি বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার দুই ওভার আগেও পার স্কোরে অনেকটাই পিছিয়ে ছিল তারা। ৩৪তম ওভারে এসে মিগুয়েল কামিন্স দিয়েছেন ১৫ রান। জেরোম টেলরের পরের ওভারে আরও ১১ রান নিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। পাঁচ উইকেট পাওয়া আলজেরি জোসেফ ৩৬তম ওভারের প্রথম বলে ২ রান দেয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ইংল্যান্ডের পক্ষে জেসন রয় করেন ৬৬ বলে ৮৪ রান। শেষদিকে জস বাটলারের ৩৫ বলে ৪৩ আর মঈন আলীর ২৫ বলে ৪৮ রানের ঝড়ে ডার্কওয়ার্থ লুইস বাধা পেরিয়ে যায় স্বাগতিক দল।
×