ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার ৯ম সম্মেলন হবে ঢাকায়

প্রকাশিত: ০৮:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার ৯ম সম্মেলন হবে ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার ৯ম সম্মেলন হতে যাচ্ছে ঢাকায়। আগামী বছরের সেপ্টেম্বরে এই সম্মেলন হবে বলে জানিয়েছেন সিইসি কেএম নুরুল হুদা। এতে বাংলাদেশ ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা, নেপাল ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের নির্বাচন কমিশন প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান তিনি। গত ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সংস্থার ৮ম সম্মেলন হয়েছে আফগানিস্তানের কাবুলে। এতে সিইসি কেএম নুরুল হুদা ছাড়াও কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ উপসচিব সাহেদুন্নবী সম্মেলনে অংশ নেন। গত ২৩ সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেয়ার জন্য সিইসি দেশত্যাগ করেন। সম্মেলন শেষে বুধবার ঢাকায় ফিরে নবম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের কথা জানান। কমিশনের কর্মকর্তারা জানিয়েছে আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত ইলেকশন ম্যানেজমেন্ট বডিসের ৮ সম্মেলনে ভোটার, শিক্ষা, নির্বাচনে নারীর অংশগ্রহণের গুরুত্ব, নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, তরুণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, গণমাধ্যমের ভূমিকা, নির্বাচন নিয়ে গবেষণা, সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রত্যয় এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান বিষয়ে আলোচনা করা হয়েছে।
×