ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ ॥ নোমান

প্রকাশিত: ০৮:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ ॥ নোমান

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি নয়, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় গণতান্ত্রিক আন্দোলন’ নামে একটি সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোমান বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, হান্নান শাহ এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবেন কল্পনাও করতে পারিনি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। দেশের এ চরম দুর্দিনে এখন ব্রিগেডিয়ার জেনারেল (অব) হান্নান শাহর মতো ত্যাগী নেতার বড় বেশি প্রয়োজন ছিল। হান্নান শাহ ছিলেন অকুতোভয় বীর ॥ রিজভী বিএনপির চরম দুর্দিনে ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ অকুতোভয় বীর ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শাহ ও বিএনপি চেয়ারপার্সনের ভাই সাঈদ এস্কান্দারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ও ফেনী জাতীয়তাবাদী পরিষদ এ স্মরণসভার আয়োজন করে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল আলম বাবুলের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল, হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবীব, হাসান উদ্দিন সরকার, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক।
×