ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশ জঙ্গীমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে ॥ র‌্যাব ডিজি

প্রকাশিত: ০৮:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭

দেশ জঙ্গীমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে ॥ র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ বলেছেন, জঙ্গীদের বিরুদ্ধে অভিযান সব সময় বলবত থাকবে। দেশ জঙ্গীমুক্ত না করা পর্যন্ত র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, শারদীয় দুর্গা পূজা ও পবিত্র আশুরা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আশঙ্কামুক্ত পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বুধবার রাতে আমলাপাড়া এলাকায় শারদীয় দুর্গা পূজাম-প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন একেএম শামীম ওসমান এমপি, র‌্যাবের ডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মঈনুল হক, এফবিসিসিআই পরিচালক ও আমলাপাড়া সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও দিলীপ আগরওয়াল প্রমুখ।
×