ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে ॥ মেনন

প্রকাশিত: ০৭:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৭

পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে ॥ মেনন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পর্যটন শিল্পকে টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ ঘটানো সম্ভব। পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে প্রধান অন্তরায় জঙ্গীবাদ। তাই জঙ্গীবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাবি ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং পর্যটন বোর্ড যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘সাসটেইনেবল ট্যুরিজম, এ্যা টুল ফর ডেভেলপমেন্ট’। ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকের আহমেদের সভাপতিত্বে সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইএমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. আফজাল হোসেন।
×