ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪০, ২৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা যুদ্ধে বিশ্বাস করি না, এই সঙ্কট কূটনৈতিকভাবেই সমাধান করা হবে। রোহিঙ্গাদের মধ্যে অনেক ধরনের লোক আসছে। এটা আমাদের নিরাপত্তার জন্য অনেক বড় ধরনের চ্যালেঞ্জ। বুধবার ‘রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান: সরকার, নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সেমিনারের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। অনুষ্ঠানে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত গণহত্যা এবং সন্ত্রাস তদন্তে আগামী এক সপ্তাহের মধ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাগরিক কমিশন গঠন করবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে আমরা সঠিকভাবেই এগিয়ে চলছি। রোহিঙ্গা সঙ্কট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে, আর সেই কাজটিই করছেন আমাদের প্রধানমন্ত্রী। এই সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রীর জাতিসংঘে উত্থাপিত পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে। আমাদের কূটনৈতিক তৎপরতায় বিশ্বজনমত আমাদের সঙ্গে আছে, আমরা সফল হব। তিনি বলেন, আরাকান সা¤্রাজ্য আজকের নয়, শত বছর আগের থেকেই এ রোহিঙ্গারা রয়েছে আরাকানে। মিয়ানমারে ১৩৫ জাতিগোষ্ঠী বাস করে। মিয়ানমার সরকার এখন রোহিঙ্গাদের স্বীকার করছে না। বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সবচেয়ে বড় শরণার্থী তিন লাখ ৬৪ হাজার, সেটা ইউরোপের বিভিন্ন দেশে আছে। আর মাত্র পনেরো দিনে চার লাখ ৮০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রোহিঙ্গা ইস্যুকে একটি গোষ্ঠী ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, এই রোহিঙ্গাদের একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে। আলোচনায় অংশ নেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আবদুর রশিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) অনুপম চাকমা, মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী শিকদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ তার বক্তব্যে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে গণহত্যা পরিচালিত করা হচ্ছে তা সরাসরি অস্বীকার করছে ওই দেশের সরকার। তাই এই গণহত্যার বিচারের জন্য বিশ্ববাসীকে উদ্যোগী হতে হবে। মিয়ানমারকে আইসিসিতে বিচারের মুখোমুখি করতে হবে। শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পাঁচদফা এটা আমরা দৃঢ়ভাবে সমর্থন করি এবং এটা বাস্তবায়নের জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে যা কিছু করা প্রয়োজন তাই করব। তিনি বলেন, এর সঙ্গে আমরা নতুন আরেকটি বিষয় যুক্ত করতে চাই। নির্মূল কমিটির পক্ষ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজ যা ইতোমধ্যে উত্থাপন করেছেন। আমরা কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনীকে, সেদেশের সরকারকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করাতে চাই।
×