ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

ডেভিট ধাওয়ানের নতুন ছবি জুদওয়া-টু

প্রকাশিত: ০৬:১৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ডেভিট ধাওয়ানের নতুন ছবি জুদওয়া-টু

বলিউডে যমজ ভাই কিংবা যমজ বোনের গল্প নিয়ে ম্যালা সিনেমা তৈরি হয়েছে। বাণিজ্যিক ঘরানার সিনেমাগুলোতে যমজদের নিয়ে নানা বিপত্তি সৃষ্টি, মজার সব ঘটনার অবতারণা, যমজদের নিয়ে বিভ্রান্তি, নাটকীয়তা, থ্রিল ইত্যাদি তুলে ধরা হয়েছে। যুগে যুগে হিন্দী সিনেমায় যমজদের গল্প বেশ আদৃত হয়েছে। এ প্রসঙ্গে বিভিন্ন সময়ে নির্মিত যমজদের নিয়ে ছবির কথা উল্লেখ করতে গিয়ে আনহোনি (১৯৫২), আফসানা (১৯৫১), গোরা আউর কালা (১৯৭২), জয় কিষান (১৯৯৪), দুশমন (১৯৯৮), জিনস (১৯৯৮), কামিনে দ্য স্কাউন্ডেলস (২০০৯), মুবারকান (২০১৭), চারুলতা (২০১২), খিলাড়ি ৪২০ (২০০০), দো কলিয়ান (১৯৬৮), কুচ খাট্টি কুচ মিঠি (২০০১), শর্মিলী (১৯৭১), কিষেন কানাইয়া (১৯৯০), আঙ্গুর (১৯৮২), সীতা আউর গীতা (১৯৭২), চালবাজ (১৯৮৯), রাম আউর শ্যাম (১৯৬৭) এবং জুদওয়া (১৯৯৭) প্রভৃতির কথা উল্লেখ করতে হয়। দিলীপ কুমার থেকে শুরু করে অক্ষয় কুমার, সালমান খান, কাজল, হেমা মালিনী, শ্রীদেবী, অনিল কাপুর, অর্জন কাপুর, সঞ্জীব কুমার সব প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী যমজ ভাই বোনের ভূমিকায় পর্দায় উপস্থিত হয়েছেন। দেখতে হুবহু একই রকমের হলেও স্বভাব চরিত্র চলন বলনে কথাবার্তায় ভিন্নধারার অনুসারী যমজ ভাই বোনের বিচিত্র মজাদার কাহিনী দর্শকদের আলোড়িত করেছে বার বার। এ ধরনের সিনেমাগুলোর গল্প একই রকমের হলেও পাত্রপাত্রীর ভিন্নতার কারণে দর্শকদের বিনোদন প্রত্যাশা মিটিয়েছে। বলিউডের বহু বাণিজ্যসফল সিনেমার সুপারহিট পরিচালক ডেভিড বাওয়ান ১৯৯৭ সালে সালমান খানকে দুই যমজ ভাইয়ের ভূমিকায় হাজির করেন ‘জুদওয়া’ ছবিতে। যেখানে দুই যমজ ভাইয়ের প্রেমিকা চরিত্রে দেখা গিয়েছিল কারিশমা কাপুর এবং রম্ভাকে। জুদওয়া তখন বক্স অফিস কাঁপানো ব্যবসা করেছিল। কমেডি রোমান্টিক এ্যাকশন ধাঁচের ছবিটিতে বিনোদনের নানা উপাদানের সমারোহ ছিল। সে ছবির বেশ কয়েকটি গান যেমন উচি হ্যায় বিল্ডিং, ইস্ট আউর ওয়েস্ট ইন্ডিয়া এজ দা বেস্ট’, তান তানা তান, আজও সবর মুখে মুখে ফেরে। কিছুদিন আগে যমজ দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত হিন্দী জিনেমা ‘মুবারাকান’ মুক্তি পেয়েছে। নতুন প্রজন্মের আলোচিত সম্ভাবনাময় অভিনেতা অর্জুন কাপুর এ ছবিতে প্রথম বারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছে। সম্পূর্ণ বিপরীতমুখী স্বভাব চরিত্রের দুই ভাইয়ের ভূমিকায় চমৎকার অভিনয় করলেও যমজদের নিয়ে নির্মিত সিনেমা ‘মুবারাকান’ তেমন ভাল ব্যবসা করতে পারেনি। এর কয়েক মাসের মাথায় আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘জুদওয়া টু’ ছবিটি। ১৯৯৭ সালে পরিচালক ডেভিড ধাওয়ান সালমান খানকে নায়ক করে যে ‘জুদওয়া’ ছবিটি নির্মাণ করেছিলেন তারই সিক্যুয়াল হিসেবে আসছে ‘জুদওয়া টু’ ছবিটি। এখানে দুই যমজ ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক ডেভিড ধাওয়ান পুত্র এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। এ ছবিতে দুই যমজ ভাই রাজা ও প্রেম এর ভূমিকায় দেখা যাবে তাকে। দুই ভাইয়ের দুই প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসি পান্নু। ‘জুদওয়া টু’ ছবিটিকে পরিচালক ডেভিড ধাওয়ান জুদওয়ার রিবুট হিসেবে আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, নতুন ছবিটির জন্য আলাদাভাবে নতুন কোন ঘটনা সাজাইনি, ¯্র্েরফ বেশ কিছু দৃশ্যের সংযোজন করেছি মাত্র। দর্শক নতুন সময়ের প্রেক্ষাপটে যমজ দুই ভাই রাজা ও প্রেমকে দেখে বেশ মজা পাবেন। ‘জুদওয়া’ ছবির তারকা সালমান খানও আছেন সিক্যুয়াল ‘জুদওয়া টু’তে। এখানে একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে তাকে দেখা যাবে। এ ছাড়াও অনুপম খের, রাজপাল যাদব, আলি আজগর প্রমুখ অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। যখন আজ থেকে ২০ বছর আগে সালমান খান কারিশমা কাপুর এবং রম্ভাকে নিয়ে পরিচালক ডেভিড ধাওয়ান জুদওয়া; ছবিটি নির্মাণ করেন তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। তখন বাবার পরিচালিত এ ছবির শূটিংয়ে এসেছেন অনেকবার। সেই কিশোর বেলায় স্বপ্নেও ভাবেনি ২০ বছর পর এ ছবিতে আবার তিনি নায়ক চরিত্রে অভিনয় করবেন। স্টুডেন্ট অব দা ইয়ার, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, দিলওয়ালে, বাদরিনাথ কি দুলহানিয়া, ম্যায় তেরা হিরো, ঢিসুম, এবিসিডি টু বাদলাপু প্রভৃতি ছবিতে নায়ক সেজে দর্শকদের মন জয় করে নেয়া তরুণ প্রজন্মের এই অভিনেতার জন্য ‘জুদওয়া টু’ ছবিটি দারুণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসি পান্নুর মতো দুই সুন্দরী মেধাবী আকর্ষণীয় নায়িকা। বিনোদনের যাবতীয় উপাদানে সমৃদ্ধ ছবি জুদওয়া টুতে আগের ছবির বেশ কয়েকটি সাড়া জাগানো জনপ্রিয় গান রাখা হয়েছে। ইতোমধ্যে নতুনভাবে তৈরি গানগুলো দর্শকশ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। যমজদের নিয়ে নির্মিত বেশিরভাগ বলিউডি সিনেমা দর্শকনন্দিত হয়েছে। ‘জুদওয়া টু’ নির্মিত হয়েছে। বর্তমান আধুনিক সময়ের প্রেক্ষাপটে। দর্শকদের কাছে এ ছবিটির প্রতিটি বিষয় মজাদার এবং উপভোগ্য বলে বিবেচিত হবে, জানিয়েছেন এ ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি এর আগে ১৯৯৭ সালে নির্মিত জুদওয়া। ছবিটির প্রয়োজক ছিলেন। যা নির্মিত হয়েছিল ১৯৯২ সালে নির্মিত জ্যাক চান অভিনীত বহুল আলোচিত হংহংয়ের ‘সিনেমা’ টুইন ড্রাগন’-এর অবলম্বনে।
×