ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

ছয় ছবির দখলে অক্টোবর

প্রকাশিত: ০৬:১৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ছয় ছবির দখলে অক্টোবর

অতীতের যে কোন সময়ের তুলনায় চলতি বছরে সিনেমা মুক্তির সংখ্যা ব্যাপকভাবে কমেছে। এরমধ্যে এখন পর্যন্ত যেসব সিনেমা মুক্তি পেয়েছে তার বেশিরভাগই বিনিয়োগের পয়সা তুলে আনতে পারেনি। শুধু ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ ও যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ছিল একটু ব্যতিক্রম। কারণ এখন পর্যন্ত বছরের ব্যবসা সফল ছবি বলতে হাতেগোনা এ দুয়েকটাই! কিন্তু আসছে অক্টোবরে বদলে যাচ্ছে সব সমীকরণ! হয়ত অক্টোবর মাসই হতে পারে ঢাকাই চলচ্চিত্রের জন্য টার্নিং পয়েন্ট! কেন না ওই মাসেই মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত কয়েকটি ছবি। স্বল্পসংখ্যক ছবি মুক্তি পেলেও সব ছবির মান নেই, তাই দর্শক সিনেমা হল বিমুখ। ছবির অভাবে চলছে সিনেমা হল বন্ধের হিড়িক। শিল্পী সঙ্কট। হাতেগোনা শিল্পীর ওপর নির্ভর করতে গিয়ে সিডিউল জটিলতায় ছবি নির্মাণ অসম্ভব। এমন অনেক সমস্যায় যখন ঢাকাই চলচ্চিত্র অস্তিত্ব সঙ্কটে তখনই অক্টোবর মাসে ছবি মুক্তি নিয়ে আশার আলো দেখছে চলচ্চিত্র ব্যবসায়ী ও দর্শকরা। এফডিসি ও কাকরাইল পাড়ায় আকাশের মতোই রং বদল ঘটছে। কখনও মেঘ, কখনও রোদ্দুর! আবার ছবি মুক্তি নিয়েও তৈরি হচ্ছে নানা রকম শঙ্কা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়টি ছবি মুক্তি পাচ্ছে বলে চূড়ান্ত খবর পাওয়া গেছে। এক ঝলকে দেখে নেয়া যাক অক্টোবর মাসে মুক্তি পেতে যাওয়া আলোচিত সিনেমা সম্পর্কে। ছবি ছয়টি হচ্ছে- ডুব, দুলাভাই জিন্দাবাদ, খাস জমিন, ঢাকা অ্যাটাক, মাটির প্রজার দেশে, গহীন বালুচর। ‘ডুব’ ‘বুকের ভিতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা জীবন!’ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির প্রথম পোস্টারে ছিল এই আবেগ। কেমন সে নদী? উত্তর মিলবে আগামী ২৭ অক্টোবর। ওইদিন বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়া ছবিটি। গত ৫ সেপ্টেম্বর ফেসবুকে ফারুকী ‘ডুব’ মুক্তির তারিখ ঘোষণা দিয়েছেন। প্রথম পোস্টারে উল্লেখ করা নদীর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘অক্টোবরের সাতাশ তারিখ থেকে দেখা মিলবে সেই নদীর। আসিতেছে। বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত বাংলাদেশের প্রথম ছবি ‘ডুব’। ‘ডুব’-এর শূটিংয়ে অংশ নিতে গত বছরের ১৭ মার্চ ঢাকায় আসেন ইরফান। এতে তার সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ‘ডুব’। কিন্তু এর মধ্যে দেশ-বিদেশের একাধিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় কিংবদন্তি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবন নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এক্ষেত্রে হুমায়ূন পতœী মেহের আফরোজ শাওন কিংবা তার পরিবারের কোনও সদস্যের অনুমতি নেয়া হয়নি। এমন অভিযোগ করে ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে আপত্তি পত্র পাঠান শাওন। মূলত এ কারণে সেন্সর বোর্ডে জমা পড়ার অগেই আটকে যায় ‘ডুব’। ১৬ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে প্রিভিউ কমিটির অনাপত্তি পত্র স্থগিত হয়। অবশেষে প্রায় ছয় মাস পর গত ৮ আগস্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘ডুব’। অন্যদিকে ছবিটির গল্প যে হুমায়ূন আহমেদের জীবনের একাংশ থেকে নেয়া তা বরাবরই অস্বীকার করেছেন ফারুকী। তার বক্তব্য ছিল এমন ‘আমার সিনেমার সব চরিত্র কাল্পনিক।’ এটা বায়োপিক নহে। চলচ্চিত্র বিষয়ক বিখ্যাত সাময়িকী ভ্যারাইটি, হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি পৃথক রিভিউতে ছবিটির প্রশংসা করেছে। ইতোমধ্যে রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’। এর আগে ছবিটি প্রদর্শিত হয় চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবের প্রতিযোগিতা বিভাগে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রতিষ্ঠান। এতে গান থাকছে কেবল একটি। ‘আহা জীবন’ শিরোনামের গানটি লিখেছেন ও গেয়েছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমি। ‘ঢাকা অ্যাটাক’ ভারতীয় অসংখ্য সিনেমায় ‘এন্টি টেরোরিস্ট পুলিশ এ্যাকশন মুভি’র দেখা মেলে। কিন্তু বাংলাদেশে এমন পর্যন্ত এমন সিনেমার দেখা মেলেনি। আর এমন চ্যালেঞ্জ নিয়েই নিজের প্রথম সিনেমা নির্মাণ করলেন দীপংকর দীপন। আগামী ছয় অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি-শুভ অভিনীত আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্পø্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. এবং থ্রি-হুইলারস লি.। সিনেমাটিতে মাহি-শুভ ছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে। ‘গহীন বালুচর’ আগামী ২০ অক্টোবর নির্মাতা বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। গেল বছর ছবিটির মহরত হয়েছিল। তারপর থেকেই চলছে সিনেমাটি দেখার অপেক্ষা। সেই অপেক্ষার পালায় কিছুটা বিরতি এল বলা যায়। গত ১৪ সেপ্টেম্বর নির্মাতা নিজেই ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন। এছাড়া ছবিটির ফেসবুক পেজেও এটি উন্মুক্ত করা হয়েছে। পোস্টারে দেখা যায় ওপরের বাম দিকে এবং নিচের ডান দিকে দুই তরুণীর আধো মুখ। আর মাঝে নদীতে ভাসমান একটি নৌকায় শুয়ে থাকা দুই তরুণ-তরুণী। এছাড়া নিচে সমান্তরাল পাঁচ অভিনয় শিল্পীর অবস্থান। তারা হলেন, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান ও শাহাদাৎ হোসেন। প্রকাশের পর থেকেই পোস্টারটির প্রশংসা করছেন অনেকেই। অনেকেই শেয়ার করে প্রশংসা করছেন, অভিনন্দিত করছেন পরিচালক সৌদকে। ছবিটির প্রথম গানের শিরোনাম ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’। বদরুল আনাম সৌদের লেখা এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। গেয়েছেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। জানা গেছে, ‘গহীন বালুচর’ নির্মিত হয়েছে চরকেন্দ্রীক একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে। এই তিন চরিত্রে দেখা যাবে তিনটি নতুন মুখ। তারা হলেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন। গত ৯ জুলাই ‘গহীন বালুচর’ ছবিটি বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ‘খাস জমিন’ সাইমন সাদিক ও বিপাশা কবির অভিনীত ছবি ‘খাস জমিন’ আগামী ২০ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে। ছবিটি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা হয়েছে। গরিব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে এর কাহিনী গড়ে উঠেছে। ছবিটিতে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, দেশের মানুষের গল্প এতে দেখানো হয়েছে। ইয়ন লিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজিত এ ছবিতে সাইমন-বিপাশা ছাড়াও অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে। ‘মাটির প্রজার দেশে’ চলতি বছরে নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়ে বেশ আলোচিত হয়েছে তরুণ নির্মাতা বিজন নির্মিত চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। কিন্তু বাংলাদেশের এই ছবিটি এখনও নিজেরাই দেখেনি। ব্যাপক প্রশংসিত হওয়ার কারণে ছবিটি নিয়ে বেশ আগ্রহে আছে দর্শকরা। কিন্তু মুক্তির দিন তারিখ না জানার কারণে কিছুটা দ্বিধাও ছিল। তবে এই দ্বিধা কেটে গেল। বাংলাদেশ সেন্সর বোর্ড কর্তৃক ছবিটি বিনা কর্তনে সেন্সর সনদ লাভ করে। এর ফলে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ক্ষেত্রে ছবিটির আর কোন আইনি বাধা থাকল না। আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ‘মাটির প্রজার দেশে’ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার, শিকাগো সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার আর সর্বশেষ ভারতে অনুষ্ঠিত গোয়া ফিল্ম বাজারে অংশগ্রহণের পর, ছবিটি এবার বাংলাদেশে প্রদর্শনীর জন্য সেন্সর সনদ পেল। ‘দুলাভাই জিন্দাবাদ’ গ্রামীণ প্রেক্ষাপট ঘিরে পারিবারিক আবেগ-অনুভূতি নিয়ে নির্মিত ‘দুলাভাই জিন্দাবাদ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ অক্টোবর। এ ছবির মূল চরিত্রে দেখা যাবে গুণী অভিনেত্রী মৌসুমী ও দর্শকপ্রিয় খল অভিনেতা ডিপজলকে। ছবিতে আরও অভিনয় করেছেন- বাপ্পী, মিম, আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, এনার্জি বাদল, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত। ছবিটি নির্মিত হয়েছে রাজেস ফিল্মসের ব্যানারে। সবমিলিয়ে চলচ্চিত্র বোদ্ধা-সমালোচকরা ধরেই নিয়েছেন এ মাসে চাঙ্গা হবে বাংলা ছবির বাজার। ভিড়ভাট্টা দেখা যাবে সিনেমা হলে। পরিচালক-প্রযোজকদের মুখে দেখা মিলবে হাসি। এখন দেখার বিষয় একই মাসে মুক্তি পেয়ে এই ছয়টি ছবি চলচ্চিত্রে কতটা সুবাতাস বইয়ে দিতে পারেন। আপাতত সেই প্রতীক্ষায় আছেন দেশের সিনেপ্রেমীরা।
×