ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিউটির ‘পাষাণ বন্ধু’

প্রকাশিত: ০৬:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭

বিউটির ‘পাষাণ বন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের প্রথম আসরে যারা ভাল করেছিলেন, তারা শুরুতেই পেয়েছিলেন তারকা খ্যাতি। ওই আয়োজনে লালনের গান গেয়ে তৃতীয় হওয়া নাসরিন আক্তার বিউটির নাম ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে। ক্লোজআপ ওয়ান তারকা, লালন কন্যা খ্যাত কণ্ঠ বিউটির সঙ্গীত জীবনের সাফল্যের ধারাবাহিকতায় বিভিন্ন স্টেজ শোর পাশাপাশি বিউটির তিনটি একক, একটি দ্বৈত ও কিছু মিক্সড এ্যালবাম প্রকাশিত হয়েছে। ৫ বছর পর আসছে শিল্পী বিউটির ‘পাষাণ বন্ধু’ গানের মিউজিক ভিডিও। ৭ অক্টবর তার জন্মদিন, সেই উপলক্ষে ‘পাষাণ বন্ধু’ মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন বিউটি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনায় রবিন হোসাইন, কালার গ্রেডিং আশিকুজ্জামান অপু। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। সম্প্রতি গাজীপুরে গানের ভিডিওচিত্র ধারণ শেষ হয়েছে। বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন পরিচালক ইমন। দুই বছরের বিরতির পর বিউটি গত রোজার ঈদে প্রকাশ হয় জিয়া উদ্দিন আলম ফিচারিং বিউটির পঞ্চম একক এ্যালবাম ‘পাষাণ বন্ধু’। এ্যালবামটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ হয়েছে। সেই এ্যালবামের টাইটেল গান ‘পাষাণ বন্ধু’। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। নতুন গানের গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে বিউটি বলেন, প্রায় ৫ বছর পর আমার নতুন গানের মিউজিক ভিডিও আসছে। মিউজিক ভিডিও প্রকাশ করব আমার জন্মদিন ৭ অক্টোবর। তার আগের দিন ‘পাষাণ বন্ধু’ জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। বিউটি বলে মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ২ বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি। তবে মাঝের সময়ে মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন বলে জানান বিউটি। ‘পাষাণ বন্ধু’ এ্যালবামের গানগুলো মৌলিক। আমি সব সময়ই ফোক ধাঁচের গান করি। এবারও এর ব্যতিক্রম হয়নি। একটু সময় নিয়ে এই এ্যালবাম করেছি। জিয়াউদ্দিন আলম ভাই সব কয়টি গানের অনেক ভাল কথা ও সুর করেছেন। আমার শ্রোতারা আমার কাছে যে ধরনের গান আশা করেন, আমি চেষ্টা করছি সে ধরনেরই গান করতে। আশা রাখি, কেউ নিরাশ হবেন না।
×