ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তালা ইউএনওর বিরুদ্ধে মামলা ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৭

তালা ইউএনওর বিরুদ্ধে মামলা ॥ প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার হয়রানিমূলক মামলা ও ষড়যন্ত্র থেকে বাঁচতে ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। আর উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেনের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যানারে বুধবার মানববন্ধন করা হয়েছে। তালা উপজেলার মহান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে শেখ মোহাম্মদ আলী ও তার ভাই শওকাত আলি বাদী হয়ে তালা সহকারী জজ আদালতে রবিবার এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগ, কর্মস্থল থেকে উচ্ছেদের নোটিস দিয়ে ইউএনওর বিরুদ্ধে কৌশলে ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিকল্পিত হয়রানিমূলক মামলা করা হতে পারে এবং এই থেকে বাঁচতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে তারা আদালতে এই অভিযোগ দায়ের করেছেন। বিচারক আয়েশা আক্তার মৌসুমী আগামী ৩০ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন বুধবার বিকেলে জনকণ্ঠকে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এটি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সেটেলমেন্ট অফিসের দুর্নীতি বন্ধ করায় তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার তালা ডাকবাংলোর সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অমল কান্তি ঘোষ। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস, অধ্যাক্ষ এনামুল ইসলাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। মানববন্ধনে বক্তারা দায়ের করা মামলা মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক উল্লেখ অবিলম্বে নির্বাহী কর্মকর্তার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
×